Pink dolphin: মাঝ-সমুদ্রে হঠাৎই দেখা গেল গোলাপি ডলফিন! ভিডিও দেখে তাজ্জব বিশ্ববাসী

Last Updated:

বইয়ের পাতার রূপকথা সত্যি হয়ে গেল দক্ষিণ চিনে (South China) । সেখানেই খোঁজ মিলল সত্যিকারের গোলাপি ডলফিনের (Pink dolphin) ।

#চিন: ডলফিন (Dolphin) প্রাণীটি আমাদের সকলেরই কমবেশী প্রিয় । এমন নির্জ্ঝাট, বন্ধু বৎসল, মিশুকে স্বভাবের, নিরীহ প্রাণীটি মানুষের সঙ্গে স্বদ্ভাব রক্ষা করে চলতেই ভালবাসে । মাখনের মতো পেলব তার শরীর । সমুদ্রের নীল জল যেন চলকে যায় সেই শরীর বেয়ে । তাকে দেখতে যেমন সুন্দর, স্বভাবেও সে বড় মিষ্টি । তাই ডলফিনকে পছন্দ করেন না এমন মানুষ কমই আছে ।
কিন্তু সেই ডলফিনকে তো আমরা একটাই রূপে দেখেছি । বেশিরভাগ জলফিনই কালো বা সাদা । বার্বি’র কার্টুন ছবিতে অবশ্য রঙিন ডলফিনও দেখেছি । গোলাপি, নীল আর সবুজ রঙের সেই ডলফিনগুলো ছিল মৎস্যকন্যার বন্ধু । কিন্তু সে তো রূপকথার গল্প । তাই তার সঙ্গে বাস্তবের মিল খুঁজে পাওয়ার চেষ্টা না করাই ভাল ।
advertisement
advertisement
advertisement
তবে এ বার যেন বইয়ের পাতার রূপকথা সত্যি হয়ে গেল দক্ষিণ চিনে (South China) । সেখানেই খোঁজ মিলল সত্যিকারের গোলাপি ডলফিনের (Pink dolphin) । যা দেখে তাজ্জব বনে গিয়েছেন সকলে । সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে । সেখানে দেখা যাচ্ছে, নীল সমুদ্রের জলে খেলা করে বেড়াচ্ছে একটি গোলাপি ডলফিন । সঙ্গে একটি কালো ডলফিনও আছে অবশ্য ।
advertisement
IFS Officer Susanta Nanda তাঁর Twitter handle-য়ে এই ভিডিওটি শেয়ার করতেই নিমেষে তা ভাইরাল হয়ে যায় । কয়েক মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষ ভিডিওটি দেখেন, লাইক করেন, শেয়ার করেন ।
আসলে গভীর সমুদ্রের এখনও অনেক কিছুই আমাদের ধরা ছোঁয়ার বাইরে । তার মধ্যে এখনও অনেক রহস্য লুকিয়ে আছে যার নাগাল পায়নি মানুষ । সব প্রশ্নের উত্তর অনেক সময় বিজ্ঞানের কাছেও থাকে না । তবে এই গোলাপি ডলফিন আদৌ আছে কিনা, এই ভিডিওটি আদৌ সত্যি কিনা, সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি ।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Pink dolphin: মাঝ-সমুদ্রে হঠাৎই দেখা গেল গোলাপি ডলফিন! ভিডিও দেখে তাজ্জব বিশ্ববাসী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement