#মুজফরবাদ: ধর্ষণের বদলে ধর্ষণ ৷ গ্রাম পঞ্চায়েতের সালিশি সভার এমন নির্দেশের মূল্য চোকাতে হল নিরপরাধ বছর ষোলোর কিশোরীকে ৷ পরিবারের চোখের সামনে খোলা পঞ্চায়েতি সভায় ধর্ষণ করা হল এক নাবালিকাকে ৷ ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের রাজপুর গ্রামে ৷
ধর্ষণে অভিযুক্ত এক যুবকের শাস্তির নিদানে বসেছিল এক সালিশি সভা ৷ চোখের বদলে চোখ এই নীতিতেই বিশ্বাসী গ্রাম পঞ্চায়েত দোষীর শাস্তি হিসেবে সাজা দিলেন এক নিরপরাধীকে ৷ নির্যাতিতার ভাইয়ের উদ্দেশ্যে অভিযুক্ত যুবকের কিশোরী বোনকে সর্বসমক্ষে ধর্ষণ করে প্রতিশোধ নেওয়ার নির্দেশ দিল সালিশি সভা ৷
যেমন নির্দেশ, তেমন কাজ ৷ পঞ্চায়েতের নিদান শুনেই মেয়েটির পরিবার ও অভিযুক্ত উমর ওয়াদ্দারের বোনের উপর ঝাঁপিয়ে পড়ে আশফাক ৷ গ্রামের সকলের সামনেই চলে কিশোরী নির্দোষ মেয়েটির উপর যৌন নির্যাতন ৷
১৮ জুলাই এমন ঘটনা ঘটলেও, পরে খবর পেয়ে মামলা করে পুলিশ ৷ অভিযুক্ত আশকাক ও ওয়াদ্দার সহ অপরাধে বাধা না দিয়ে এমন নৃশংস ঘটনার সাক্ষী থাকার জন্য রাজপুর গ্রামের ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, মুলতান প্রদেশের মুখ্য পুলিশ আধিকারিক এহসান ইউনিস জানিয়েছেন, রাজপুর গ্রামের বাসিন্দা আশফাকের কিশোরী বোনকে ধর্ষণের অভিযোগ ওঠে উমর ওয়াদ্দারের বিরুদ্ধে ৷ ঘটনার বিচার চাইতেই গ্রামে এমন সালিশি সভা বসানো হয়েছিল ৷ সেখানেই আক্রান্তের দাদাকে প্রতিশোধ নিতে অভিযুক্তের বোনকে সর্বসমক্ষে ধর্ষণের নিদান দেওয়া হয় ৷
এই ঘটনায় অভিযুক্ত আশকাক ও ওয়াদ্দার সহ গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্যের নামে এফআইআর দায়ের হয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Pakistan, Panchayat orders man to rape, Panchayet, Rape