বন্ধুত্বের বার্তা, পাকিস্তানের চায়ের দোকানে অভিনন্দনের ছবি দিয়ে চলছে প্রচার, ভাইরাল ছবি
Last Updated:
#ইসলামাবাদ: বুকের পাটা কাকে বলে দেখিয়ে দিয়েছেন ৷ শিরদাঁড়া সোজা রাখা কাকে বলে দেখেছিল গোটা বিশ্ব ৷ যাঁর বীরত্বের পরিচয় তৈরি করেছে নয়া ইতিহাস ৷ মিগ ২১ নিয়ে পাকিস্তানের মাটিতে আছড়ে পড়েছিলেন তিনি ৷ তাঁর পরিচয় তো নতুন করে দেওয়ার আর কিছুই নেই ৷ তিনি ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান ৷ পাক সেনার সামনে অভূতপূর্ব স্থৈর্য্য ও ধৈর্য্যের পরিচয় দিয়ে, দু’দিন পরে ফিরে এসেছেন দেশে।
ভারতে ফিরে এসেছেন বীর ৷ তবে তাঁর ছবি রয়ে গিয়েছে পাকিস্তানের একটি চায়ের দোকানের বিজ্ঞাপনে ৷ আর সেই চায়ের দোকানের মালিক অভিনন্দন বর্তমানের সেই ছবির সঙ্গে ট্যাগলাইন দিয়েছেন, ‘অ্যায়সি চায়ে, কি দুশমন কো ভি দোস্ত বানায়ে!’
সেই ছবিই এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ৷ যেখানে অভিনন্দন বর্তমানের হাতে চায়ের কাপ দেখা গিয়েছে ৷ আর তা নিয়েই তৈরি হয়েছে বিজ্ঞাপন ৷
advertisement
advertisement
গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গিহানায় নিহত হন ৪৪ জন ভারতীয় জওয়ান। গোটা দেশ জুড়ে বদলার দাবি ওঠে। গত ২৬ ফেব্রুয়ারি ভোররাতে পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে প্রত্যাঘাত চালায় ভারতীয় বায়ুসেনা। নিকেশ করে একাধিক জঙ্গিঘাঁটি।
This Pakistani uncle has got some serious marketing skills. The small roadside tea stall has a banner with the following text: 'Khan's Tea Stall - A tea that makes foes turn into friends' with the image of Indian Air Force pilot #Abhinandan - #IAF pic.twitter.com/ldQVG6brI7
— Wajahat Kazmi (@KazmiWajahat) March 12, 2019
advertisement
এরপরেই ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের যুদ্ধবিমান ভারতীয় আকাশসীমায় ঢুকে পড়লে মিগ ২১ নিয়ে তা ধাওয়া করেন অভিনন্দন। গুলি করে তাঁর বিমান নামায় পাক সেনা। অভিনন্দন নিজেকে ইজেক্ট করে প্যারাস্যুট নিয়ে ঝাঁপ দিতে পারলেও, আছড়ে পড়েন শত্রুডেরায়। সঙ্গে সঙ্গে তাঁকে মারধর করা হয়। এরপরে পাকসেনা তাঁকে উদ্ধার করে আটক করে।
advertisement
দু’দিন পরেই আন্তর্জাতিক কূটনৈতিক চাপের মুখে উইং কম্যান্ডার অভিনন্দনকে নিঃশর্তে মুক্তি দেন ইমরান খান। কিন্তু ওই দু’দিন থাকার সময়েই তাঁর একাধিক ভিডিও রিলিজ় করে পাকসেনা। সেখানেই দেখা যায়, হাতে চায়ের কাপ নিয়ে, অসীম সাহসিকতার সঙ্গে একের পর এক প্রশ্নের জবাব দিচ্ছেন অভিনন্দন। তবে যে জবাব তাঁর দেওযার কথা নয়, তার উত্তরে শান্ত গলায় বলছেন, “আই অ্যাম নট সাপোজ়ড টু টেল ইউ, স্যার।” অভিনন্দনের এই ভাবমূর্তি দেখেই মুগ্ধ আপামর দেশবাসী। তবে সেই মুগ্ধতা যে শত্রুদেশের মানুষকেও ছুঁয়েছে, তার প্রমাণ ওই চায়ের দোকানের ব্যানারই।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 13, 2019 9:07 PM IST