Pakistan News: করাচির শপিং মলে মৃত্যুমিছিল, মৃত্যু অন্তত ৬১ জনের! রাতভর ধ্বংসস্তূপে তল্লাশি

Last Updated:

Pakistan News: নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা উদ্ধারকাজের ধীরগতির সমালোচনা করেছেন। সেখানে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে মরদেহ খুঁজে দেখছেন।

ভয়াবহ আগুন
ভয়াবহ আগুন
করাচি: পাকিস্তানের করাচির গুল প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৬১ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবারও সেখানে উদ্ধার অভিযান চলছে। এর আগে ১৭ জানুয়ারি রাতে করাচির গুল প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এম এ জিন্নাহ রোডে অবস্থিত ওই বিপণিবিতানের আগুন ২৪ ঘণ্টার বেশি সময় পর ১৮ জানুয়ারি নিয়ন্ত্রণে আসে। তবে ধ্বংসস্তূপে জ্বলতে থাকা আগুন থেকে আবারও আগুন ছড়িয়ে পড়ায় গত সোমবার নতুন করে অগ্নিনির্বাপণ কাজ শুরু করতে হয়েছে। অগ্নিকাণ্ডের কারণে প্লাজার কিছু অংশ ধসে পড়েছিল। ভবনটি ছিল তিনতলা। এতে ১ হাজার ২০০টি দোকান ছিল। অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলো বিশেষায়িত সরঞ্জাম ও কাটার ব্যবহার করে রাতভর ধ্বংসস্তূপে তল্লাশি চালায়।
নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা উদ্ধারকাজের ধীরগতির সমালোচনা করেছেন। সেখানে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে মরদেহ খুঁজে দেখছেন। বৃহস্পতিবার গুল প্লাজার বাইরে কয়েকটি পরিবার প্রতিবাদ কর্মসূচিতেও অংশ নেয়। বৃহস্পতিবার পুলিশ সার্জন সুমাইয়া সৈয়দ সাংবাদিকদের বলেন, ৫০টির বেশি পরিবার দেহ শনাক্তের জন্য ডিএনএ নমুনা দিয়েছে। বৃহস্পতিবার প্লাজার একটি পুড়ে যাওয়া দোকান থেকে অন্তত ৩০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১।
advertisement
করাচির কমিশনার সৈয়দ হাসান নকভি জানান, ভবনের ভেতরে অগ্নিনিরাপত্তাব্যবস্থা আন্তর্জাতিক মান মেনে করা হয়নি। আগুনের পেছনে নাশকতার কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। করাচির মেট্রোপলিটন কমিশনের এক কর্মকর্তা জানান, ভবনের ছাদে যাওয়ার দরজাটি বন্ধ ছিল। তাই কেউ সেখানে প্রবেশ করতে পারছিল না। তিনি বলেন, বাজারটি বন্ধ হওয়ার সময় আগুন লেগেছিল। এই কারণে বের হওয়ার সব পথ বন্ধ ছিল।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistan News: করাচির শপিং মলে মৃত্যুমিছিল, মৃত্যু অন্তত ৬১ জনের! রাতভর ধ্বংসস্তূপে তল্লাশি
Next Article
advertisement
Andhra Husband Murder:  স্ত্রীর বানানো বিরিয়ানি খেয়ে গভীর ঘুমে স্বামী, বাড়িতে এলেন প্রেমিক! অন্ধ্রে হাড় হিম করা ঘটনা
স্ত্রীর হাতের বিরিয়ানি খেয়ে গভীর ঘুমে স্বামী, ডাক পড়ল প্রেমিকের! অন্ধ্রে শিউরে ওঠা ঘটনা
  • ঘুমের ওষুধ মেশানো বিরিয়ানি খাইয়ে স্বামীকে খুন স্ত্রীর৷

  • অন্ধ্র প্রদেশের গুন্টুরে হাড় হিম করা ঘটনা৷

  • পুলিশের জালে অভিযুক্ত স্ত্রী এবং তাঁর প্রেমিক৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement