Durgapuja in Ontario Barrie| বরফের দেশে প্রথম দুর্গাপুজো, স্বপ্নপূরণ ছয় বাঙালি পরিবারের

Last Updated:

Durgapuja in Ontario Barrie| প্রথমবারের জন্য দুর্গাপুজোয় মাতছেন ব্যারির বাঙালিরা।

ব্যারির দুর্গা, ছাঁচের ঠাকুর বানিয়েছেন প্রবাসীরা নিজেরাই।
ব্যারির দুর্গা, ছাঁচের ঠাকুর বানিয়েছেন প্রবাসীরা নিজেরাই।
#অন্টারিও: কানাডার অন্টারিও প্রদেশের ছোট একটি শহর ব্যারি। শহরটি একটু উত্তরের দিকে তাই সেখানে শীতকালে ঠান্ডার প্রকোপ একটু বেশি । লোকসংখ্যাও কম। বাঙালি বলতে হাতে গোনা কয়েকটি পরিবার। কিন্তু আবহমান কাল ধরেই তো চারঘর বাঙালি মানেই মহালয়ার সমবেত বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র আর আর দেবীবরণে মেতে ওঠা। তেমনটাই হয়েছে ব্যারিতেও।  প্রথমবারের জন্য দুর্গাপুজোয় (Durgapuja in Ontatio Barrie) মাতছেন ব্যারির বাঙালিরা।
প্রথমবার দুর্গাপুজা, ঝক্কি কম নয়। এদিকে শিয়রে কোভিডের ভয়। এই পরিস্থিতিতে খুবই সন্তোর্পর্ণে, সব বিধি মেনে এগোতে হচ্ছে। কোনও বড়ো জায়গা আমরা ভাড়া করতে পারেননি ব্যারির বাসিন্দারা।  এক প্রবাসীর বাড়ির একটি বড়ো হলঘরেই পুজোর আয়োজন।
advertisement
advertisement
আরও অভিনব প্রতিমা পরিকল্পনা।  এক সদস্য় বলছিলেন, মায়ের প্রতিমা আমরা নিজেরাই বানিয়েছি। আমাদের একজন সদস্য ভারতবর্ষ থেকে একটি মাদুর্গার ছাঁচ আনিয়াছে অনলাইন এ এবং তাতে আমরা মায়ের মূর্তির আকার দিয়েছি। ছোট করে কিন্তু প্রচুর অন্তরের ভালোবাসা দিয়ে আমরা মাকে আহ্বান জানাচ্ছি।
অন্য এক প্রবাসী  পুজোর পরিকল্পনাটা বললেন। তাঁর কথায়,  মায়ের ভোগ আমরা নিজেরাই বানাবো। সন্ধেবেলা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা নিজেরাই ছোটছোট অনুষ্ঠান করব।
advertisement
খোঁজ নিয়ে জানা গেল, ১৫ ই অক্টোবর থেকে ১৭ ই অক্টোবর পর্যন্ত জমজমাট পুজোর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।   বরফ ঢাকা দেশে ‌দুর্গাপুজো তো হচ্ছে। কিন্তু দুর্গাপুজো তো ছেলখেলা নয়, কলবউস্নান থেকে দেবীবরণ-উপাচারের শেষ নেই। দায়িত্ব নেবে কে!  কথায় কথায় বেরিয়ে এলো এই ছটি পরিবাররের মধ্যে একটি এমন পরিবার রয়েছে যাদের দেশের বাড়িতে দুর্গাপুজো হয়। অভিজ্ঞতার দাম দিয়ে এই পরিবারের হাতেই ছাড়া হয়েছে পুজোর ভার।
advertisement
৬ টি পরিবার মিলে আমরা পুজোর উদ্যোগ রিবার আরম্ভ করলেও এখন অনেক ভারতীয় আমাদের পুজোর সাথে যোগ দিতে চাইছেন। কোভিড পরিস্থিতিতে বেশি জনসমাগম সম্ভব নয় সেইজন্য ছোট ফেসবুক গ্রুপের মাধ্যমে সম্প্রচারের ব্যাবস্থাও রাখছে ব্যারির বাঙালিরা।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Durgapuja in Ontario Barrie| বরফের দেশে প্রথম দুর্গাপুজো, স্বপ্নপূরণ ছয় বাঙালি পরিবারের
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement