বাড়ছে ইস্তফার চাপ, ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ নেপালের প্রধানমন্ত্রীর

Last Updated:

নেপালের কমিউনিস্ট পার্টির সভাপতি এবং দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ডই ইতিমধ্যে ওলির ইস্তফার দাবি জানিয়েছেন৷

নেপালের প্রধানমন্ত্রীর অভিযোগ, ভারত সেদেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে৷ ভারতীয় দূতাবাস থেকেও সেই চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি৷ কয়েকদিন আগেই ভারতীয় এলাকা সমেত বিতর্কিত মানচিত্র সংসদে পাশ করাতে সংবিধান সংশোধন করে নেপাল সরকার৷ ওলির অভিযোগ, এর পর থেকেই তাঁর সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করেছে ভারত৷ তিনি আরও দাবি করেছেন, তাঁকে ক্ষমতা থেকে সরানোর জন্য কাঠমান্ডুর একটি হোটেলে বৈঠকও হয়েছে৷
advertisement
প্রসঙ্গত, নেপালের কমিউনিস্ট পার্টির সভাপতি এবং দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ডই ইতিমধ্যে ওলির ইস্তফার দাবি জানিয়েছেন৷ তাঁর অভিযোগ, দেশকে শাসন করতে গিয়ে সবক্ষেত্রেই ব্যর্থ হয়েছেন ওলি৷ যদিও ওলি তাতে রাজি হননি৷ আর তাঁর ইস্তফা নিয়ে দলের মধ্যেই অন্তর্কলহ শুরু হয়ে গিয়েছে৷ এমন কি, ওলি ইস্তফা না দিলে দল ভেঙে যেতে পারে বলেও হুমকি দিয়েছেন প্রচণ্ড৷
advertisement
advertisement
পুষ্পকমল দহল প্রচণ্ড অভিযোগ করেছেন, দল এবং সরকারের মধ্যে কোনও সমন্বয় নেই৷ ওলির জন্য প্রধানমন্ত্রিত্বের পদ ছেড়ে দেওয়া তাঁর রাজনৈতিক জীবনের সবথেকে বড় ভুল বলেও আক্ষেপ করেছেন প্রচণ্ড৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
বাড়ছে ইস্তফার চাপ, ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ নেপালের প্রধানমন্ত্রীর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement