বাড়ছে ইস্তফার চাপ, ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ নেপালের প্রধানমন্ত্রীর

Last Updated:

নেপালের কমিউনিস্ট পার্টির সভাপতি এবং দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ডই ইতিমধ্যে ওলির ইস্তফার দাবি জানিয়েছেন৷

নেপালের প্রধানমন্ত্রীর অভিযোগ, ভারত সেদেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে৷ ভারতীয় দূতাবাস থেকেও সেই চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি৷ কয়েকদিন আগেই ভারতীয় এলাকা সমেত বিতর্কিত মানচিত্র সংসদে পাশ করাতে সংবিধান সংশোধন করে নেপাল সরকার৷ ওলির অভিযোগ, এর পর থেকেই তাঁর সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করেছে ভারত৷ তিনি আরও দাবি করেছেন, তাঁকে ক্ষমতা থেকে সরানোর জন্য কাঠমান্ডুর একটি হোটেলে বৈঠকও হয়েছে৷
advertisement
প্রসঙ্গত, নেপালের কমিউনিস্ট পার্টির সভাপতি এবং দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ডই ইতিমধ্যে ওলির ইস্তফার দাবি জানিয়েছেন৷ তাঁর অভিযোগ, দেশকে শাসন করতে গিয়ে সবক্ষেত্রেই ব্যর্থ হয়েছেন ওলি৷ যদিও ওলি তাতে রাজি হননি৷ আর তাঁর ইস্তফা নিয়ে দলের মধ্যেই অন্তর্কলহ শুরু হয়ে গিয়েছে৷ এমন কি, ওলি ইস্তফা না দিলে দল ভেঙে যেতে পারে বলেও হুমকি দিয়েছেন প্রচণ্ড৷
advertisement
advertisement
পুষ্পকমল দহল প্রচণ্ড অভিযোগ করেছেন, দল এবং সরকারের মধ্যে কোনও সমন্বয় নেই৷ ওলির জন্য প্রধানমন্ত্রিত্বের পদ ছেড়ে দেওয়া তাঁর রাজনৈতিক জীবনের সবথেকে বড় ভুল বলেও আক্ষেপ করেছেন প্রচণ্ড৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
বাড়ছে ইস্তফার চাপ, ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ নেপালের প্রধানমন্ত্রীর
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement