তরুণীর কোলে 'স্মার্টলি' উঠে পড়ে দুই বাঁদরের 'সেক্স' ! দেখুন অবিশ্বাস্য সেই ভিডিও--
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
#বালি: ইন্দোনেশিয়ার সাংগেহ্ মাঙ্কি ফরেস্ট সফরে গিয়েছিলেন এক তরুণী পর্যটক। হেঁটে হেঁটে ক্লান্ত! খানিক জিরিয়ে নিতে সবে একটা গাছতলায় বসেছেন! আচমকাই তাঁর কোলে উঠে আসে এক দুটি বাঁদর যুগল! আর তারপর যা হল…লজ্জায় তরুনীর মুখ লাল!
তরুণী জানান, ওই বাঁদর যুগল তাঁর কোলের মধ্যেই শুরু করে দেয় যৌন মিলন! ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান তিনি। কিন্তু সেই মুহূর্তে তাঁর কিছুই করার ছিল না। বাধ্য হয়েই তাঁদের ‘যৌন লীলা’ সহ্য করতে হয়! তবে, ততক্ষণে এই দৃশ্য ভিডিও-বন্দি হয়ে গিয়েছে আর মুহূর্তে তা ভাইরাল ইন্টারনেটে।
দেখুন ভিডিও–
advertisement
তবে, ‘কাম’ সারার পর দুই বাঁদর তরুণীর দিকে তাকিয়ে ‘মিষ্টি’ হেসে ধন্যবাদও জানায়! এরপর কোল ছেড়ে নেমে দে চম্পট!
Location :
First Published :
October 20, 2018 4:01 PM IST