#সিওল: এ বার নিজের সূর্য তৈরির পথে দক্ষিণ কোরিয়া। এ ক্ষেত্রে ১০০ মিলিয়ন ডিগ্রি তাপমাত্রায় ২০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হল কোরিয়ার কৃত্রিম সূর্য তথা সুপার কনডাকটিং ফিউশন ডিভাইজ KSTAR (Korea Superconducting Tokamak Advanced Research)। আর এই সুবাদে নতুন রেকর্ড গড়ে ফেলল দক্ষিণ কোরিয়া।
এই গবেষণায় সাফল্য পাওয়ার জন্য সিওল ন্যাশনাল ইউনিভার্সিটি ( Seoul National University) ও নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটির (Columbia University) সঙ্গে যৌথ ভাবে কাজ শুরু করে কোরিয়া ইনস্টিটিউট অফ ফিউশন এনার্জি (KFE)। শেষমেশ ২৪ নভেম্বর সেই সাফল্যের দিন উপস্থিত হয়। বিজ্ঞানীরা জানিয়েছেন, ১০০ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোট ২০ সেকেন্ডের জন্য কৃত্রিম সূর্যকে সক্রিয় রাখা সম্ভব হয়েছে। যা ইতিমধ্যেই এক বিশ্ব রেকর্ড। বলা বাহুল্য, এই বছরের প্লাজমা অপারেশন আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। ২০১৯ সালে মাত্র ৮ সেকেন্ডের জন্য কাজ স্থায়ী ছিল প্লাজমা অপারেশন। সেই জায়গায় এই বছর ২০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয়েছে প্লাজমা অপারেশন। বিজ্ঞানীদের তরফে জানা গিয়েছে, ২০১৮ সালে প্রথমবার ১০০ মিলিয়ন ডিগ্রি তাপমাত্রায় পৌঁছেছিল KSTAR। কিন্তু সেই প্লাজমা অপারেশন স্থায়ী ছিল মাত্র ১.৫ সেকেন্ডের জন্য।