বাইডেনের হোয়াইট হাউসে শীর্ষে পদে কাশ্মীরের আয়েশা শাহ

Last Updated:

একটা জিনিস স্পষ্ট যে, বাইডেন দক্ষিণ এশিয়া ও ভারতীয় বংশোদ্ভূতদের আলাদা জায়গা দিচ্ছেন তাঁর টিমে৷ শুরুটা হয়েছিল কমলা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট করা দিয়ে৷ কমলারও শিকড় ভারতের৷

#ওয়াশিংটন: হোয়াইট হাউসে ফের এক ভারতীয় মুখ৷ আমেরিকার ভাবী প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর ডিজিটাল টিমে শীর্ষ পদে বসালেন কাশ্মীরের মেয়ে আয়েশা শাহকে৷
হোয়াইট হাউসের ডিজিটাল স্ট্র্যাটেজির পার্টনারশিপ ম্যানেজারের পদে নিযুক্ত হলেন আয়েশা৷ ডিজিটাল স্ট্র্যাটেজি দলের ডিরেক্টর জেনারেল রব ফ্ল্যাহার্টির অধীনেই কাজ করবেন আয়েশা৷ কাশ্মীরে জন্ম হলেও আয়েশার বেড়ে ওঠা এবং পড়াশোনা সবটাই যুক্তরাষ্ট্রের লুইজিয়ানাতেই৷
ডিজিটাল দুনিয়ায় আয়েশার বায়োডেটা দুর্দান্ত ৷ হোয়াইট হাউসে যোগ দেওয়ার আগে তিনি স্মিথসন ইনস্টিটিউশনের অ্যাডভান্সমেন্ট ম্যানেজার পদে কাজ করেছেন৷ প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডেমোক্র্যাট বাইডেনের শিবিরেও ছিলেন আয়েশা৷ সামলেছেন ডিজিটাল প্রচারের গুরুদায়িত্ব৷
advertisement
advertisement
আয়েশাকে তার আগে জন এফ কেনেডি সেন্টারের কর্পোরেট ফান্ডের সহকারি ম্যানেজার হিসেবে পাওয়া গিয়েছে৷ মার্কেটিং ফার্মের কমিনিউকেশন প্রধান হিসেবে কাজ করা আয়েশা একজন কমিউনিকেশন স্ট্র্যাটেজিক বিশেষজ্ঞ৷
বাইডেনেরে ১১ সদস্যের ডিজিটাল টিম৷ নিজের দল নিয়ে খুশি তিনি৷ বলছেন, “এই দলটার ডিজিটাল কৌশল নিয়ে বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে৷ ভবিষ্যতে হোয়াইট হাউসকে আমেরিকান জনগণের সঙ্গে নতুন করে ও উদ্ভাবনী উপায়ে সংযুক্ত হতে সাহায্য করবে। দলের সকলেই আরও ভাল ভাবে আমাদের দেশ গঠনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ৷ আমি এই দল নিয়ে রোমাঞ্চিত৷
advertisement
একটা জিনিস স্পষ্ট যে, বাইডেন দক্ষিণ এশিয়া ও ভারতীয় বংশোদ্ভূতদের আলাদা জায়গা দিচ্ছেন তাঁর টিমে৷ শুরুটা হয়েছিল কমলা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট করা দিয়ে৷ কমলারও শিকড় ভারতের৷ কিছুদিন আগে আরেক ভারতীয় বংশোদ্ভূত বেদান্ত প্যাটেলও এসেছেন বাইডেনের টিমে৷ তাঁকে হোয়াইট হাউসের সহকারি প্রেস সচিবের পদে নিয়োগ করেছেন বাইডেন৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
বাইডেনের হোয়াইট হাউসে শীর্ষে পদে কাশ্মীরের আয়েশা শাহ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement