Israel Warns Iran: সাদ্দাম হোসেনের পরিণতি হবে খামেনেইয়ের! আজই তছনছ তেহরান? বড় হুঁশিয়ারি দিল ইজরায়েল
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
কার্ৎজ আরও দাবি করেছেন, তেহরান এবং তার আশপাশের এলাকায় অন্তত দশটি পরমাণু কেন্দ্র রয়েছে৷ সেগুলিকেও ইজরায়েল নিশানা করবে৷
রাজধানী তেহরান সহ ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় আজই হামলা চালাবে ইজরায়েল৷ এমই হুঁশিয়ারি দিলেন ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী৷ শুধু তাই নয়, ইরাকের সাদ্দাম হোসেনের মতো পরিণতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনেইয়ের জন্যও অপেক্ষা করে আছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইজরায়েল কার্ৎজ৷
প্রসঙ্গত প্রায় আড়াই দশক ক্ষমতা দখল করে রাখেন ইরাকের প্রাক্তন রাষ্ট্রপতি সাদ্দাম হোসেন৷ ২০০৩ সালে ইরাকে মার্কিন সেনার অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত করা হয় সাদ্দাম হোসেনকে৷ এর পর গোপনে পরমাণু বোমা তৈরির অভিযোগে তাঁকে ফাঁসি দেওয়া হয়৷
ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কার্ৎজ এ দিন জানিয়েছেন, ‘আমরা আজ তেহরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি, পরিকাঠামো এবং কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ কিছু লক্ষ্যবস্তুতে বড়সড় আঘাত করব৷ তার আগে এলাকা খালি করার জন্য ইজরায়েলি সেনার মুখপাত্র পার্সি ভাষায় সতর্কবার্তা দিয়ে দেবেন৷’
advertisement
advertisement
কার্ৎজ আরও দাবি করেছেন, তেহরান এবং তার আশপাশের এলাকায় অন্তত দশটি পরমাণু কেন্দ্র রয়েছে৷ সেগুলিকেও ইজরায়েল নিশানা করবে৷ ইরানে মাটির নীচে ইউরেনিয়াম মজুত এবং উৎপাদনের যে ব্যবস্থা রয়েছ, তা ধ্বংস করাই যে ইজরায়েলের উদ্দেশ্য, সেই ইঙ্গিতও দিয়েছেন কার্ৎজ৷
একই সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনেইয়ের জন্যও চরম সতর্কবার্তা দিয়েছেন কার্ৎজ৷ তিনি বলেন, ‘ইরানের একনায়ক নেতাকে আমি ইজরায়েলের সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ করা এবং ক্ষেপনাস্ত্র ছোড়া থেকে বিরত থাকতে বলব৷ তাঁর (খামেনেই) মনে রাখা উচিত যে
advertisement
ইজরায়েলের বিরুদ্ধে একই পথে হাঁটার জন্য ইরানের প্রতিবেশী দেশের আর একজন একনায়কের কী পরিণতি হয়েছিল৷’ প্রসঙ্গত, উপসাগরীয় যুদ্ধের সময় ১৯৯১ সালে ইজরায়েলকে লক্ষ্য করে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছিল সাদ্দাম হোসেনের ইরাক৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 17, 2025 9:52 PM IST