সুলেমানির হত্যার বদলা, ইরাকে মার্কিন বেসক্যাম্পে হামলা ইরানের, যুদ্ধের আবহ পশ্চিম এশিয়ায়

Last Updated:

দেখে নিন আমেরিকান সেনা ছাউনিতে ইরানের আক্রমণের ভিডিও

#বাগদাদ : মার্কিন যুক্তরাষ্ট্রকে আগেই হুমকি দিয়েছিল ইরান ৷  আর সেটাই কার্যকারী করতে শুরু করে দিল তারা ৷ ইরাকে মার্কিন সেনাদের দুটি বেস ক্যাম্পে আঘাত হানল তারা ৷ গত সপ্তাহে ইরানের সেনাপ্রধান সুলেমানিকে হত্যা করেছিল আমেরিকা ৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মুহূ্র্তে নিজের প্রেসিডেন্সিয়াল জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের সামনে ৷ কারণ ইরানের এই হামলার পর উপসাগরে পুরোপুরি যুদ্ধের পরিস্থিতি ৷
advertisement
তবে আঘাতের পরিমাণ কতটা জোরালো হয়েছে তা নিয়ে অবশ্য জানা যায়নি ৷ সুলেমানির মৃত্যুর পর এটাই ইরানের প্রথম প্রত্যাঘাত ৷ ডজন মিসাইলেই আক্রমণ হয় ইরানের স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ এ ৷ ইরাকের আল আসাদ ও ইরবিল ক্যাম্পে হয়েছে হানা ৷ দেখে নিন সেই হানার ভিডিও ৷
advertisement
advertisement
হোয়াইট হাউসের পক্ষ থেকে এই নিয়ে ডোনাল্ড ট্রাম্প যেকোনও সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এমনটাই জল্পনা ওয়াকিবহাল মহলের ৷তবে এদিনের ইরানের আক্রমণের পরিমাণ বোঝা যায়নি ৷ কারণ আঘাতের ফলে মৃত বা আহতের সংখ্যার বিবরণ এখনও দেয়নি ইরান বা আমেরিকা কেউই ৷
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ট্যুইটে জানিয়েছেন, ‘সব ঠিক আছে ৷ ইরাকে দুটি মিলিটারি বেস থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে ৷ কতটা ক্ষতি হয়েছে সেই পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে ৷ এখনও অবধি সব ঠিক আছে ৷ সারা পৃথিবীতে সামরিক ক্ষমতা আমাদের রয়েছে ৷ আমি কাল সকালে বিবৃতি দেব ৷ ’
advertisement
advertisement
সব মিলিয়ে এখন উপসাহরের দিকে সকলের চোখ ৷
আরও দেখুন
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
সুলেমানির হত্যার বদলা, ইরাকে মার্কিন বেসক্যাম্পে হামলা ইরানের, যুদ্ধের আবহ পশ্চিম এশিয়ায়
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement