Iran-Israel: ট্রাম্পের ঘোষণার পরপরই বিজ্ঞপ্তি জারি ভারতের! ‘তেহরান ছেড়ে বেরিয়ে যান’, ইরানে থাকা নাগরিকদের সতর্ক করল দেশ
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Iran-Israel: থামার লক্ষণ নেই, ইরান-ইজরায়েল সংঘাত পরিস্থিতি ক্রমশ আরও উদ্বেগপূর্ণ।
নয়াদিল্লি: থামার লক্ষণ নেই, ইরান-ইজরায়েল সংঘাত পরিস্থিতি ক্রমশ আরও উদ্বেগপূর্ণ। এমত অবস্থায় মঙ্গলবার ইরানে থাকা ভারতীয়দের জন্য তেহরান ছাড়ার আবেদন জানাল ভারত। তেহরানে ভারতীয় দূতাবাস সমস্ত ভারতীয় নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের (PIOs) নিরাপদ এলাকায় স্থানান্তরিত হওয়ার আহ্বান জানিয়েছে।
মঙ্গলবার ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে একচি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ‘‘সমস্ত ভারতীয় নাগরিক যাদের পক্ষে তেহরান ছাড়া সম্ভব, তারা যতদ্রুত সম্ভব তেহরান ছেড়ে কোনও সুরক্ষিত জায়গায় চলে যান।’’
advertisement
advertisement
এছাড়াও সমস্ত ভারতীয় নাগরিকদের অবিলম্বে দূতাবাস অফিসের সঙ্গে যোগাযোগ করার আহ্বানও জানানো হয়েছে। “যারা তেহরানে রয়েছেন এবং দূতাবাসের সঙ্গে কোনও যোগাযোগ নেই, তারা যতদ্রুত সম্ভব দূতাবাসের সঙ্গে যোগাযোগ করুন।’’ যোগাযোগের জন্য বেশ কয়েকটি নম্বরও দেওয়া হয়েছে দূতাবাসের পক্ষ থেকে। নম্বরগুলি হল: +৯৮৯০১০১৪৪৫৫৭; +৯৮৯১২৮১০৯১১৫; +৯৮৯১২৮১০৯১০৯।
প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সে দেশের নাগরিকদের অবিলম্বে তেহরান ত্যাগ করার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প তাঁর এই সতর্কবাণীর পাশাপাশি ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রস্তাবিত চুক্তি মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন।
advertisement
হোয়াইট হাউজ ইতিমধ্যেই ঘোষণা করেছে, ট্রাম্প কানাডায় অনুষ্ঠিত গ্রুপ অফ সেভেন শীর্ষ সম্মেলন থেকে অব্যহতি নিয়ে একদিন আগেই দেশে ফিরছেন। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সঙ্কট মোকাবিলায় জি৭ বৈঠক থেকে নির্ধারিত দিনের একদিন আগেই ফিরে আসবেন মার্কিন প্রেসিডেন্ট। ফিরেই ট্রাম্প জাতীয় নিরাপত্তা পরিষদের একটি সভা আহ্বান করবেন বলে আশা করা হচ্ছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 17, 2025 12:08 PM IST