#ইউক্রেন: সার্কাসের খেলা চলছিল ৷ দর্শকাসন তখন পরিপূর্ণ ৷ দর্শকরাও দারুণ উপভোগ করছিলেন সিংহের খেলা ৷ প্রায় ৩-৪টে বিশালাকার সিংহকে একাই নিয়ন্ত্রণ করছিলেন তাঁদের ট্রেনার হামাডা কৌটা ৷ লুগানস্কি স্টেট সার্কাসের খেলা চলছিল সে সময় ৷ হঠাৎই প্রশিক্ষকের উপর তেড়ে আসে এক সিংহ ৷ ঘাড়ের উপর কামড়ে ধরে ৷ সঙ্গে সঙ্গে থেমে যায় মিউজিক ৷ কোনও মতে হাতটা বের করে আনতে সক্ষম হন হামাডা ৷ সেই হাত দিয়েই সরিয়ে দেন সিংহটিকে ৷ দেখুন ভিডিও---
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Circus, Lion Attacks