সরকার গড়ার পথে ইমরান খান, ১১৮ আসনে এগিয়ে তেহরিক-ই-ইনসাফ
Last Updated:
ম্যাজিক ফিগার ছুঁতে না পারলেও ইমরান খানের সেঞ্চুরি। প্রাক্তন পাক অধিনায়কের দল তেহরিক-ই-ইনসাফ এগিয়ে রয়েছে ১১৮টি আসনে। ফলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর আসনে ইমরানের বসা এখন শুধুই সময়ের অপেক্ষা।
#ইসলামাবাদ: ম্যাজিক ফিগার ছুঁতে না পারলেও ইমরান খানের সেঞ্চুরি। প্রাক্তন পাক অধিনায়কের দল তেহরিক-ই-ইনসাফ এগিয়ে রয়েছে ১১৮টি আসনে। ফলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর আসনে ইমরানের বসা এখন শুধুই সময়ের অপেক্ষা। দ্বিতীয় স্থানে রয়েছে পিএমএল-এন। অন্যদিকে, ভোটের অনেকটা ব্যবধানেই তৃতীয় স্থানে রয়েছে পিপিপি। এদিকে, সব রাজনৈতিক দলই ভোটগণনায় বিলম্বের অভিযোগ তুলেছে।
জনমত ও বুথ ফেরত সমীক্ষায় পাল্লা ভারী ছিল তেহরিক-ই-ইনসাফের পক্ষে। বুধবার রাতে ভোটগণনা শুরুর কিছুক্ষণ পর থেকেই দেখা যায় এগোচ্ছে ইমরান খানের দল। সময় যত গড়ায়, ততই বাড়তে থাকে ব্যবধান। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পিএমএল-এন ও বিলাওয়াল ভুট্টোর পিপিপি অনেকটাই পিছনের সারিতে চলে যায়। সরকার গড়ার পথে ইমরান। পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে মোট আসন ৩৪২। তার মধ্যে,
advertisement
-২৭২টি আসনে ভোট হয়
advertisement
-বাকি ৭০টি আসন মহিলা ও সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত থাকে
-ভোটে যে দল যে কটি আসনে জয় পায়, সেই অনুপাতে এই সংরক্ষিত আসনগুলিতে প্রতিনিধি ঠিক করে দলগুলি
-তবে এই সংরক্ষিত আসনগুলির উপর সরকার গঠন নির্ভর করে না
-ফলে ২৭২টি আসনের মধ্যে ১৩৭টি পেলেই সরকার গড়া যায়
ভোটের ফলে সরকার গড়ার পথে ইমরান খানের দল। তবে ম্যাজিক ফিগার না থাকায়, প্রয়োজন অন্য দলের সমর্থন। আর ফল বেরোতেই উচ্ছ্বাসে মাতলেন তেহরিক-ই-ইনসাফের সমর্থকরা। ইসলামাবাদে ইমরান খানের বাড়ির সামনে মানুষের ঢল। বেগতিক বুঝে হবু প্রধানমন্ত্রীর বাড়ির সামনের রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। মোতায়েন করা হয় প্রচুর নিরাপত্তারক্ষী।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 27, 2018 9:24 AM IST