Imran Khan In Jail: ‘আসিম মুনির মানসিকভাবে অস্থির, ওরা আমাকে মেরেও ফেলতে পারে,’ ইমরান খান

Last Updated:

Imran Khan In Jail: আদিয়ালা জেলে বন্দি ইমরান খান, আসিম মুনিরের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

আসিম মুনিরের মানসিক সমস্যা আছে দাবি ইমরান খানের Photo- File
আসিম মুনিরের মানসিক সমস্যা আছে দাবি ইমরান খানের Photo- File
ইসলামাবাদ: ইমরান খানের রাজনৈতিক দল PTI তাঁর সঙ্গে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে দেখা করার পরপরই একটি বিবৃতি জারি করে। গত কয়েকদিন ধরেই জেলবন্দি ইমরান খানকে নিয়ে একের পর এক তথ্য সামনে আসছে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং PTI-র প্রতিষ্ঠাতা ইমরান খান মঙ্গলবার বলেছেন, তিনি বেঁচে থাকবেন কিনা ভেবে ভয় পাচ্ছেন, কারণ তিনি এখনও আদিয়ালা জেলে বন্দি আছেন, যেখানে তিনি আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৪ বছরের সাজা ভোগ করছেন এবং আরও কিছু দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে আটক রয়েছেন।
PTI-র বিবৃতি অনুসারে ইমরান খান বলেছেন, “সামরিক বাহিনী আমার বিরুদ্ধে যা করার সব করেছে। এখন শুধু আমাকে হত্যা করাই বাকি।” এই কথা তিনি তাঁর বোন উজমা খানের সঙ্গে সাক্ষাতের পর বলেছেন। ইমরান খানের রাজনৈতিক দল অভিযোগ করেছে, তাঁকে একা একটি সেলে রাখা হয়েছে, যেখানে বিদ্যুৎ বা রোদ নেই, সন্দেহজনক খাবার দেওয়া হচ্ছে, পরিষ্কার পানীয় জল নেই, চিকিৎসা সহায়তা নেই এবং সাধারণ বন্দিদের জন্য থাকা মৌলিক সুবিধাগুলোও নেই।
advertisement
advertisement
খান অভিযোগ করেছেন, তাঁকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিদের মতো অবস্থায় রাখা হয়েছে এবং দাবি করেছেন, তার কিছু হলে সামরিক নেতৃত্ব দায়ী থাকবে।
advertisement
PTI-র বিবৃতি অনুযায়ী, তিনি বলেছেন, “আমার কিছু হলে সেনা প্রধান এবং ডিজি-আইএসআই দায়ী থাকবে।” তিনি আরও বলেছেন, “মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিরা  যআমার কাছে ।”
দলটি বলেছে, খানকে একা সেলে রাখা হয়েছে এবং মৌলিক সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী তার বিবৃতিতে এই অবস্থাকে অমানবিক বলেছেন। তিনি বলেন, “আমাকে খাঁচায় বন্দি করে নির্যাতন করা হয়েছে এবং পশুর চেয়েও খারাপ ব্যবহার করা হয়েছে। আমার সেলের বিদ্যুৎ পাঁচ দিন বন্ধ ছিল। আমি দশ দিন ধরে সেলে বন্দি ছিলাম।”
advertisement
খান আরও অভিযোগ করেছেন, শক্তিশালী সেনাপ্রধান তাঁর ওপর রাজনৈতিক নির্যাতন করছেন। তিনি বলেন, “আসিম মুনির ইতিহাসের সবচেয়ে অত্যাচারী স্বৈরশাসক এবং মানসিকভাবে অস্থির।”
ইমরান খানের বোন উজমা খানকে অনুমতি দেওয়া হয়েছিল আদিয়ালা জেলে তাঁর সঙ্গে দেখা করার জন্য৷  এটি রাওয়ালপিন্ডিতে রয়েছে, এবং এটি  একটি উচ্চ-নিরাপত্তার কারাগার৷ এই জেলটি পাকিস্তান আর্মির জেনারেল হেড কোয়ার্টারের কাছাকাছি৷
advertisement
সূত্র CNN-লোকাল 18 কে জানিয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তাঁর বোনের সাক্ষাৎ ২৫ থেকে ৩৫ মিনিট স্থায়ী হয়েছিল। উজমা খানের ঘনিষ্ঠদের মতে, ইমরান খানকে “ভাল, ফিট এবং চাঙ্গা” দেখাচ্ছি।
তাঁরা বলেন, PTI-র প্রতিষ্ঠাতা মানসিকভাবে দৃঢ় ছিলেন এবং তার দলের নেতৃত্বের জন্য একটি বার্তা দিয়েছেন, সঙ্গে “অগণতান্ত্রিক শাসন” নিয়ে কিছু মন্তব্য করেছেন।
advertisement
তবে নানা সূত্র থেকে আরও জানা গেছে, ইমরান খান আবারও অভিযোগ করেছেন যে পাকিস্তানের  সেনাপ্রধান জেনারেল আসিম মুনির তাঁর হেফাজতে থাকার সময় তাঁকে “মানসিক নির্যাতন” করছেন।
সাক্ষাতের পর উজমা খান বলেন, ইমরান জেলের  প্রশাসন সংক্রান্ত কিছু বিষয়ে ক্ষুব্ধ ছিলেন, তবে তিনি জানান, তার “মনোবল জোরালো ছিল।”
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Imran Khan In Jail: ‘আসিম মুনির মানসিকভাবে অস্থির, ওরা আমাকে মেরেও ফেলতে পারে,’ ইমরান খান
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement