প্রধানমন্ত্রী কেন ব্যাঙ্কগুলিকে বলছেন না আমার থেকে টাকা নিতে? ট্যুইটারে প্রশ্ন মালিয়ার

Last Updated:

প্রধানমন্ত্রী বলেন, 'যাঁরা দেশ ছেড়ে পালিয়েছেন, তাঁরা ট্যুইটারে কান্নাকাটি করছেন, আমি তো ৯ হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছিলাম, কিন্তু মোদিজি ১৩ হাজার কোটি টাকা ফিরিয়ে নিলেন৷'

#লন্ডন: ভারতে ফেরার দিন যতই এগিয়ে আসছে চিন্তা বাড়ছে বিজয় মালিয়ার৷ যার নির্যাস, লন্ডন থেকে ফের বার্তা দিলেন একদা 'কিং অফ গুড টাইমস'৷ এ বার মালিয়ার বক্তব্য, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন ব্যাঙ্কগুলিকে বলছেন না, আমার থেকে টাকা নিতে?' বৃহস্পতিবার সকালে মালিয়া আত্মপক্ষ সমর্থনে পরপর ৪টি ট্যুইট করেছেন৷
কয়েক দিন আগে লোকসভায় মালিয়ার নাম না-করে আক্রমণ করেন মোদি৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে ধন্যবাদ প্রস্তাবে প্রধানমন্ত্রী বলেন, 'যাঁরা দেশ ছেড়ে পালিয়েছেন, তাঁরা ট্যুইটারে কান্নাকাটি করছেন, আমি তো ৯ হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছিলাম, কিন্তু মোদিজি ১৩ হাজার কোটি টাকা ফিরিয়ে নিলেন৷'
advertisement
advertisement
এরপরই মোদিকে ট্যুইটারে উত্তর দেন বিজয় মালিয়া৷ তিনি লেখেন, 'প্রধানমন্ত্রীর ভাষণের খবর পেলাম৷ উনি নাম না-করে বলেছেন, এক ব্যক্তি ৯ হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছেন৷ জানি, উনি আমায় উদ্দেশ্য করেই বলেছেন৷ আমি ভালোবাসার সঙ্গে প্রধানমন্ত্রীকে বলছি, উনি কেন ব্যাঙ্কগুলিকে বলছেন না, আমার থেকে টাকা নিতে৷ কমপক্ষে এতে পাবলিক ফান্ডের রিকভারি হবে৷ আমি কর্নাটক হাইকোর্টে সেটলমেন্টের অফার আগেই দিয়েছি৷'
advertisement
advertisement
ব্রিটেনের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, লিকার ব্যারন বিজয় মালিয়ার প্রত্যর্পণে কোনও বাধা নেই৷ মালিয়া ২০১৬-র ২ মার্চ ভারত ছেড়ে চলে গিয়েছিলেন বিজয় মালিয়া৷ তিনি ৯ হাজার কোটি টাকা লোন নিয়ে দেশ ছেড়েছিলেন৷ চলতি বছরের জানুয়ারিতে BJP -র র‍্যালিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন , 'যাঁরা চিট করেছিলেন বা লুঠ করেছিলেন তাঁদের সকলকে বিচারের জন্য দেশে ফিরিয়ে আনা হবে৷ এটা ভাবা হবে না তিনি ভারতে আছেন না বিদেশে আছেন৷'
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
প্রধানমন্ত্রী কেন ব্যাঙ্কগুলিকে বলছেন না আমার থেকে টাকা নিতে? ট্যুইটারে প্রশ্ন মালিয়ার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement