প্রধানমন্ত্রী কেন ব্যাঙ্কগুলিকে বলছেন না আমার থেকে টাকা নিতে? ট্যুইটারে প্রশ্ন মালিয়ার
Last Updated:
প্রধানমন্ত্রী বলেন, 'যাঁরা দেশ ছেড়ে পালিয়েছেন, তাঁরা ট্যুইটারে কান্নাকাটি করছেন, আমি তো ৯ হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছিলাম, কিন্তু মোদিজি ১৩ হাজার কোটি টাকা ফিরিয়ে নিলেন৷'
#লন্ডন: ভারতে ফেরার দিন যতই এগিয়ে আসছে চিন্তা বাড়ছে বিজয় মালিয়ার৷ যার নির্যাস, লন্ডন থেকে ফের বার্তা দিলেন একদা 'কিং অফ গুড টাইমস'৷ এ বার মালিয়ার বক্তব্য, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন ব্যাঙ্কগুলিকে বলছেন না, আমার থেকে টাকা নিতে?' বৃহস্পতিবার সকালে মালিয়া আত্মপক্ষ সমর্থনে পরপর ৪টি ট্যুইট করেছেন৷
কয়েক দিন আগে লোকসভায় মালিয়ার নাম না-করে আক্রমণ করেন মোদি৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে ধন্যবাদ প্রস্তাবে প্রধানমন্ত্রী বলেন, 'যাঁরা দেশ ছেড়ে পালিয়েছেন, তাঁরা ট্যুইটারে কান্নাকাটি করছেন, আমি তো ৯ হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছিলাম, কিন্তু মোদিজি ১৩ হাজার কোটি টাকা ফিরিয়ে নিলেন৷'
Following on from my earlier tweet, I respectfully ask why the Prime Minister is not instructing his Banks to take the money I have put on the table so he can at least claim credit for full recovery of public funds lent to Kingfisher.
— Vijay Mallya (@TheVijayMallya) February 14, 2019
advertisement
advertisement
এরপরই মোদিকে ট্যুইটারে উত্তর দেন বিজয় মালিয়া৷ তিনি লেখেন, 'প্রধানমন্ত্রীর ভাষণের খবর পেলাম৷ উনি নাম না-করে বলেছেন, এক ব্যক্তি ৯ হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছেন৷ জানি, উনি আমায় উদ্দেশ্য করেই বলেছেন৷ আমি ভালোবাসার সঙ্গে প্রধানমন্ত্রীকে বলছি, উনি কেন ব্যাঙ্কগুলিকে বলছেন না, আমার থেকে টাকা নিতে৷ কমপক্ষে এতে পাবলিক ফান্ডের রিকভারি হবে৷ আমি কর্নাটক হাইকোর্টে সেটলমেন্টের অফার আগেই দিয়েছি৷'
advertisement
I have made the offer to settle before the Hon’Ble High Court Court of Karnataka. This cannot be dismissed as frivolous. It is a perfectly tangible, sincere, honest and readily achievable offer. The shoe is on the other foot now. Why don’t the Banks take the money lent to KFA ?
— Vijay Mallya (@TheVijayMallya) February 14, 2019
advertisement
ব্রিটেনের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, লিকার ব্যারন বিজয় মালিয়ার প্রত্যর্পণে কোনও বাধা নেই৷ মালিয়া ২০১৬-র ২ মার্চ ভারত ছেড়ে চলে গিয়েছিলেন বিজয় মালিয়া৷ তিনি ৯ হাজার কোটি টাকা লোন নিয়ে দেশ ছেড়েছিলেন৷ চলতি বছরের জানুয়ারিতে BJP -র র্যালিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন , 'যাঁরা চিট করেছিলেন বা লুঠ করেছিলেন তাঁদের সকলকে বিচারের জন্য দেশে ফিরিয়ে আনা হবে৷ এটা ভাবা হবে না তিনি ভারতে আছেন না বিদেশে আছেন৷'
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 14, 2019 8:33 AM IST