George Floyd murderer sentenced imprisonment| আমি নিঃশ্বাস নিতে পারছি না...| ফ্লয়েডের হত্যাকারীকে জেলকুঠুরিতে কাটাতে হবে আগামী ২২ বছর

Last Updated:

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির সূত্রের খবর, জর্জ ফ্লয়েডের পরিবার এই রায়কে স্বাগত জানিয়েছে।

#ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড নামক কৃষ্ণাঙ্গের হত্যাকাণ্ড সারা পৃথিবীতে শোরগোল ফেলে দিয়েছিল। এবার এই হত্যার অভিযুক্ত পুলিশ অফিসার ডেরেক শভিনকে শাস্তি দিল মার্কিন আদালত (George Floyd murderer sentenced imprisonment)। শুক্রবার আদালতের রায়ে ২২ বছর ৬ মাস কারাদণ্ড ধার্য হয়েছে ডেরেকের জন্য।
ফ্লয়েড পক্ষ চেয়েছিল অন্তত ৩০ বছর কারাদণ্ড দেওয়া হোক ডেরেক শভিনকে। শেষমেশ অবশ্য২২ বছরের শাস্তি ঘোষণা করেছে মার্কিন আদালত । রায় ঘোষণার পর মার্কিন বিচারক বলেছেন, যেভাবে ক্ষমতার অপব্যবহার করেছিলেন এই পুলিশকর্তা, যে প্রক্রিয়ায় মার্কিন জনতার বিশ্বাসভঙ্গ করেছিলেন তিনি, তাতে তাকে এই সাজা ভোগ করতেই হবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির সূত্রের খবর, জর্জ ফ্লয়েডের পরিবার এই রায়কে স্বাগত জানিয়েছে।
advertisement
২০২০ সালের মে মাসের ঘটনা। ফ্লয়েডের ঘাড়ে হাঁটুর  চাপ দিচ্ছেন শভিন, ৯ মিনিটের এই ভিডিও সারাবিশ্বে ভাইরাল হয়। শভিনের অকথ্য অত্যাচারে জর্জ ফ্লয়েডের মৃত্যুতে গোটা আমেরিকা উত্তাল হয়। যেভাবে  এই পুলিশ অফিসার ফ্লয়েডের গলায় হাঁটু চেপে ধরেছিলেন এবং যেভাবে আমি নিঃশ্বাস নিতে পারছি না এই কথা উচ্চারণ করে রীতিমতো ছটফট করতে করতে ফ্লয়েড মারা যান, তা আমেরিকাবাসীর ভিত নাড়িয়ে দিয়েছিল। গোটা সিস্টেমটাই কার্যত স্তব্ধ হয়ে যায় গণরোষে। আছড়ে পড়ে ব্ল্যাকলাইভ ম্যাটারস আন্দোলন। শভিন যদিও দাবি করে আসছিলেন তিনি কোন আইন ভাঙেননি। বিচার চলাকালে আদালতে জো়ডি স্টিগার বলে এক বিশেষজ্ঞকে আনা হয় তিনি ছবি দেখিয়ে বুঝিয়ে দেন শভিন কী ভাবে মাত্রাতিরিক্ত এবং অপ্রয়োজনীয় বল প্রয়োগ করেছিলেন।
advertisement
advertisement
গত ২১ এপ্রিলই শভিনকে অপরাধী ঘোষণা করা হয়। অবশেষে শুক্রবার তাকে শাস্তি দান করা হলো। ঐতিহাসিক, সমাজকর্মীরা সঙ্গে জড়িত ঐতিহাসিকরা মনে করছেন বর্ণবাদবিরোধী আন্দোলনের ইতিহাসে এই ঘটনা চিরতরে লেখা  থাকবে। অনেকে অবশ্য এমনও বলছেন যে তারা মনে করছেন ফ্লয়েডের হত্যাকারীকে যথেষ্ট শাস্তি দেওয়া হয়নি।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
George Floyd murderer sentenced imprisonment| আমি নিঃশ্বাস নিতে পারছি না...| ফ্লয়েডের হত্যাকারীকে জেলকুঠুরিতে কাটাতে হবে আগামী ২২ বছর
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement