১০০ ঘণ্টায় বিশ্বে আক্রান্ত ১০ লক্ষ, মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪০ লক্ষের বেশি

Last Updated:

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস ট্র্যাকার অনুযায়ী, বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪১ লক্ষ ৮ হাজার ৭৫৩

#ওয়াশিংটন: বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। কোনও ভাবেই রাশ টানা যাচ্ছে না আক্রান্তের সংখ্যায়। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ওয়ার্ল্ডমিটারস কোভিড ট্র্যাকার অনুযায়ী, এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪১ লক্ষ ৯৪ হাজার ৪৩৬। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৯৯ হাজার ৪১৭। তবে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৪ লক্ষ ৭০ হাজার ২৭৫ জন। আর জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস ট্র্যাকার অনুযায়ী, বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪১ লক্ষ ৮ হাজার ৭৫৩, সেই সঙ্গে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬ লক্ষ ২ হাজার ৬৫৬। রয়টারস রিপোর্ট অনুযায়ী এই প্রথম ১০০ ঘণ্টার মধ্যে ১০ লক্ষ আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এসেছে।
এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থা আমেরিকার। সেখানে প্রতি মুহূর্তে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস ট্র্যাকার অনুযায়ী, সে দেশে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৬ লক্ষ ৪৭ হাজার ৭১৫। সেখানে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩৯ হাজার ২৬৬ জনের। আক্রান্তের নিরিখে আমেরিকার পরেই রয়েছে ব্রাজিল। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ৪৬ হাজার ৩২৮ জন, মৃত্যু হয়েছে ৭৭ হাজার ৮৫১ জনের। মৃতের নিরখেও দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। তৃতীয় স্থানে রয়েছে ভারত। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা অন্তত ১০ লক্ষ ৩৯ হাজার ৮৪ আর মৃতের সংখ্যা ২৬ হাজার ২৭৩ জন।
advertisement
আক্রান্তের নিরিখে চার নম্বরে রয়েছে রাশিয়া, সেখানে ৭ লক্ষ ৫৮ হাজার মানুষ করোনায় আক্রান্ত, মৃত্যু হয়েছে ১২ হাজার ১০৬ জনের। করোনা আক্রান্তের নিরিখে পঞ্চম স্থানে রয়েছে পেরু। সেখানে মোট ৩ লক্ষ ৪৫ হাজার ৫৩৭ জন করোনায় আক্রান্ত, মৃত্যু হয়েছে ১২ হাজার ৭৯৯ জনের। আক্রান্তের নিরিখে ৬ নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৩৭ হাজার ৫৯৪ জন, মৃতের সংখ্যা ৪,৮০৪। মেক্সিকোতে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৩১ হাজার ২৯৮ জন, মৃতের সংখ্যা ৩৮,৩১০। মৃত্যুর নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ব্রিটেনে। ব্রিটেনে মোট মৃতের সংখ্যা ৪৫ হাজার ৩১৫ জন, আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৯৪ হাজার ৮০৩।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
১০০ ঘণ্টায় বিশ্বে আক্রান্ত ১০ লক্ষ, মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪০ লক্ষের বেশি
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement