পেপে-সুয়ারেজের দিকে চোখ ম্যাঞ্চেস্টারের
Last Updated:
রেড ডেভিলসের নজরে এবার পর্তুগিজ ফুটবলার পেপে। শোনা যাচ্ছে অনেকদিন ধরেই থিঙ্ক ট্যাঙ্ক পেপের বিষয়ে উৎসাহী ছিলেন।
#ম্যাঞ্চেস্টার: রেড ডেভিলসের নজরে এবার পর্তুগিজ ফুটবলার পেপে। শোনা যাচ্ছে অনেকদিন ধরেই থিঙ্ক ট্যাঙ্ক পেপের বিষয়ে উৎসাহী ছিলেন। হোসে মোরিনহোর গ্রিন সিগনাল পাওয়ার পর থেকেই এবার ফুটবলারটির সঙ্গে যোগাযোগ করা শুরু হয়ে গিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তরফে।
এদিকে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বে গুরু গুয়ার্দিওলার ম্যান সিটিকে চার গোলে উড়িয়ে দিয়েছিলেন মেসি-নেইমাররা। ফিরতি লড়াইয়ের আগে মুখ খুলেছেন মেসি। বলেছেন, গুয়ার্দিওলা বার্সেলোনা ছাড়ার পর পাসিং ফুটবলের স্টাইলও পরিবর্তন করেছে দল। পুরোদস্তুর তিকিতাকায় কিছু পরিবর্তন এনেছেন কোচ লুইস এনরিকে।
অন্যদিকে বিতর্ক যেন পিছু ছাড়ছে না হোসে মোরিনহোর। বার্নলের বিরুদ্ধে মেজাজ হারানোর পর হাই প্রোফাইল কোচকে মার্চিং অর্ডার দেওয়া হয়েছিল । ইপিএল সার্কিটের খবর ম্যান ইউ কোচের জন্য আরও বড় শাস্তি অপেক্ষা করে আছে। ইপিএলের পরের ম্যাচেও তাঁকে গ্যালারিতে থাকতে হতে পারে ৷
advertisement
Location :
First Published :
October 31, 2016 4:46 PM IST