খাটের তলায় ৩৪ কেজির মু্ক্তো ! জানতেনই না বাড়ির মালিক
Last Updated:
এক ফুট চওড়া ও ২.২ ফুট লম্বা মু্ক্তোটির ওজন প্রায় ৩৪ কেজি ৷
#ম্যানিলা: খাটের তলায় রাখা রয়েছে বিশাল একটা মুক্তো ৷ হ্যাঁ, বিশালই বটে ৷ কারণ এক ফুট চওড়া ও ২.২ ফুট লম্বা মু্ক্তোটির ওজন প্রায় ৩৪ কেজি ৷ এত বড় মুক্তো সচরাচর কেউই দেখতে পারে না ৷ তাও আবার খাটের তলাতেই সেটা রয়েছে, এমনটা স্বপ্নেও ভাবা হয়তো কঠিন ৷
ফিলিপিন্সের এক মৎস্যজীবীর সঙ্গে সম্প্রতি এমনটাই ঘটেছে ৷ বিছানার ঠিক নীচে রাখা ছিল এই মুক্তোটি ৷ তাও আবার এক-দু’দিন বা সপ্তাহ নয় , বছরের পর বছর এই বিশাল মুক্তোটা যে তাঁর কাছেই ছিল, সেটা জানতেনই না ওই মৎস্যজীবী ৷ আর এই মুক্তোর বাজার মূল্য কত জানেন ? আনুমানিক অন্তত ১০০ মিলিয়ন ডলার। এই মুক্তো তাই গরীব মৎস্যজীবীকে রাতারাতি ধনী করে দিয়েছে ৷
advertisement
মজার ব্যাপার হল এই মুক্তো নাকি একটানা দশ বছর ধরে খাটের তলায় ওইভাবেই পড়েছিল ৷ কেউ টের পর্যন্ত পায়নি ৷ তাহলে হঠাৎ এত বছর পর কী করে মৎস্যজীবী জানতে পারলেন এই মুক্তোর কথা ? সম্প্রতি ওই মৎস্যজীবীর বাড়িতে আগুন লেগেছিল। বাধ্য হয়ে হাতের কাছে যা যা জিনিস পেয়েছিলেন, সেগুলো নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। সেই সময় অবশ্যই সৌভাগ্যর প্রতীক হিসেবে বাড়িতে রাখা প্রিয় পাথরটিকে সঙ্গে নিতে ভোলেননি তিনি। এক সরকারি পর্যটন অফিসারকে ওই সামু্দ্রিক পাথরটি দেখান মৎস্যজীবী। ওটা যে সাধারণ কোনও পাথর নয়, অভিজ্ঞ অফিসারের তা বুঝতে ভুল হয়নি। বিশেষজ্ঞদের মতে পৃথিবীতে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া মুক্তোর মধ্যে এটিই সবচেয়ে বড় এবং বেশি ওজোনের ৷
advertisement
advertisement
কিন্তু এতদিন পর এই মুক্তোর কথা কীভাবে জানাজানি হল ? বিশেষজ্ঞরা নিশ্চিত করেন, ওটি আসলে একটি মুক্তো। পরে জানা যায়, এখনও পর্যন্ত খুঁজে পাওয়া মুক্তোগুলির মধ্যে এটি সবথেকে বড়। দামী পাথর সংক্রান্ত বিশেষজ্ঞরা এখন এই মুক্তের মূল্য নির্ধারণ করার কাজ চালাচ্ছেন। বড় মুক্তোর জন্য ফিলিপিন্স এমনিতেই বিখ্যাত ৷ কিন্তু সবচেয়ে বড় মুক্তোকে যে এভাবে হঠাৎ কারোর বাড়িতে খাটের তলায় পাওয়া যাবে, তা কি কেউ কখনও ভেবেছিল !
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 26, 2016 1:42 PM IST