#ইসলামাবাদ: পাকিস্তানের সাধারণ নির্বাচনের আর মাত্র বকি ১০ দিন ৷ এরই মাঝে মুম্বই হামলার মাস্টার মাইন্ড তথা জঙ্গি সংগঠনের শীর্ষকর্তা হাফিজ সইদকে ঝটকা দিল ফেসবুক ৷ জনপ্রিয় এই সোশ্যাল প্ল্যাটফর্ম হাফিস সইদের জঙ্গি সংগঠন মিল্লি মুসলিম লিগ (এমএমএল) পেজটি ডিলিট করেছে ৷ এমএমএল সূত্রে খবরটি জানা গিয়েছে ৷
সূত্রের খবর ফেসবুক শুধুই এমএমএলের পেজই ডিলিট করেনি ৷ নির্বাচনে অংশগ্রহণকারী দলীয় প্রার্থীর ফেসবুক পেজও ডিলিট করেছে ৷ পাকিস্তানে আগামী ২৫ জুলাই নির্বাচন হবে ৷ এই সিদ্ধান্তের ফলে পাকিস্তানের নিষিদ্ধ হাফিজ সইদের দল জমাত-উদ-দাবা-র মত এমএমএল নিষিদ্ধ ৷ এর পরবর্তীকালে এমএমএল আল্লাহ-অ-আকবর তহরিক পাকিস্তানের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে ৷
পাকিস্তানের সাধারণ নির্বাচনকে মাথায় রেখে ফেসবুক কর্তৃপক্ষ নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছে ৷ এছাড়াও স্থানীয় কর্তৃপক্ষ ফেসবুক পেজের ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছে ৷
ফেসবুকের সিইও মার্ক জুকরবার্গ সম্প্রতি জানিয়েছেন পাকিস্তান, ব্রাজিল, মেক্সিকো, ভারত সহ অন্যান্য দেশের আসন্ন নির্বাচনের দিকে নজর রাখবে ৷ এমএমএলের ফেসবুক ডিলিটই তার অন্যতম পদক্ষেপ বলে মনে করা হচ্ছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Deleted, Facebook, Hafiz Sayeed, MML, Official Page