#বোগাটা : অষ্টপ্রহর কাজ করেও দিনের শেষেও সময় পাওয়া যায় না ৷ অফিসে কাজ করার পর যখন বাড়ি ফেরেন, তখন আপনি ক্লান্ত ৷ মনে কতই না আক্ষেপ ৷ হাতে এক্কেবারে সময় নেই ৷ ক্লান্ত চোখে, খেয়ে-দেয়ে ঘুমনোর দিকে শরীর ডাকছে তখন ৷ কিন্তু মন চাইছে আরও একটু সময় যদি পাওয়া যেত, তবে আরও কিছু করা যেত ৷ কিন্তু সেকি আর সম্ভব ? দিনে তো সেই ২৪ ঘণ্টারই ৷ যতই টাইম ম্যানেজমেন্ট করুন না কেন, হুশ করে সময় তো চলেই যায় ৷
তবে এবার সেই আপনার চাহিদাটা নাকি পূরণ হতে চলেছে ৷ কী সেই চাহিদা? ওই যে দিনের সময় বেড়ে যাওয়ার চাহিদাটা ৷ এবার নাকি ২৪-এর বদলে ২৫ ঘণ্টা দৈর্ঘ্যের হবে একটি পূর্ণ দিন ৷
ইউনিভার্সিটি অফ উইসকনসিন-ম্যাডিসন-এর ভূবিজ্ঞানের অধ্যাপক স্টিফেন মেয়ার্সের বক্তব্য, যত সময় যাচ্ছে চাঁদ পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। তাতেই প্রভাবিত হচ্ছে পৃথিবীর আহ্নিক গতি। নিজের চারদিকে এক চক্কর মারতে বেশি সময় নিচ্ছে পৃথিবী। কাজেই দিন আরও লম্বা হয়ে যাচ্ছে। তাঁর মতে, ভবিষ্যতে ২৫ ঘণ্টাতেই ১ দিন হতে চলেছে। তবে এখনই উল্লসিত হওয়ার কিছুই হয়নি ৷ কারণ এই বর্ধিত সময় আসতে লাগবে আরও অন্তত ২০০ মিলিয়ন বছর ৷ প্রতি ১০০ বছরে দিনের সময় বাড়ছে ২ মিলিসেকেন্ড করে ৷ ফলে একটি বাড়তি সেকেন্ড আসতে সময় লাগবে ৬ . ৭ মিলিয়ন বছর ৷ পুরো একঘণ্টা অতিরিক্ত আসতে ২০০ মিলিয়ন বছর ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Earth’s days timing, Hours, Minutes, Orbit