হোম /খবর /বিদেশ /
G7 Summit ভারতকে চান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, পিছিয়ে দিলেন শীর্ষ সম্মেলন

G7 Summit ভারতকে চান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, পিছিয়ে দিলেন শীর্ষ সম্মেলন

(Photo: Reuters)

(Photo: Reuters)

পৃথিবীর সেরা অর্থনৈতিক শক্তিগুলিই এই জি ৭ -র সদস্য

  • Last Updated :
  • Share this:

#ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প শনিবার জানিয়েছেন জি৭ সম্মেলন পিছিয়ে দিচ্ছেন তিনি ৷ এটা পিছিয়ে সামনের মাসে বা সেপ্টেম্বরে হতে পারে কারণ তিনি এই শীর্ষ সম্মেলনে আরও বেশি আমন্ত্রিতের সংখ্যা বাড়াতে চান ৷ অস্ট্রেলিয়া, রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও ভারত এই তালিকায় যুক্ত হতে চলেছে ৷

এয়ারফোর্স ওয়ান নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান এই G7 যার সদস্যরা বিশ্বের সর্বাধিক উন্নত অর্থনীতির অংশ, তার বর্তমান ফর্ম্যাটে একটি ‘অত্যন্ত পুরানো দেশগুলির গ্রুপ’ ৷ ফ্লোরিডার কেপ কার্নিভ্যাল থেকে ওয়াশিংটনে ফেরার সময় তিনি এটি বলেন ৷

ট্রাম্প জানিয়েছেন, ‘আমি এটা পিছিয়ে দিচ্ছি কারণ আমার মনে হয় এই জি ৭ প্রকৃতভাবে পৃথিবীর ছবি তুলে ধরে না ৷ এটা অবশ্য পরিষ্কার নয় যে ট্রাম্পের এই অধিক দেশকে আমন্ত্রণ করার ইচ্ছা আসলে জি৭ কে আগামী সময়ের জন্য পুরো বাড়িয়ে দেওয়া ৷ এর আগেও তিনি বহুবার ইচ্ছা প্রকাশ করেছেন মস্কোর যেভাবে গুরুত্ব রয়েছে তাই রাশিয়াকে এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত করা উচিত ৷

হোয়াইট হাউসের মুখপাত্র এলিসা ফারাহ বলেছেন ট্রাম্প চান এই শীর্ষ সম্মেলনে চিনকে নিয়ে আলোচনা করা হক ৷ করোনা ভাইরাস সারা পৃথিবীতে ছড়িয়ে পড়া নিয়ে বেজিংয়কে একাধিকবার আক্রমণ করেছেন ডোনাল্ড ট্রাম্প ৷

আসলে জি ৭ সামিট পিছিয়ে দেওয়ার পিছনে ট্রাম্পের অন্য উদ্দেশ্য রয়েছে ৷ তিনি পৃথিবীর বিভিন্ন শক্তিশালী দেশকে দেখাতে চান করোন সংক্রমণ কাটিয়ে কীভাবে অর্থনীতি ফের চাঙ্গা ৷ যদিও এখনও অবধি মার্কিন যুক্তরাষ্ট্রে ১০৩,০০০ জন করোনায় মারা গেছেন ৷

এর আগে জি সেভেনের জন্য ব্যক্তিত্বদের সঙ্গে মার্চে একটি বৈঠক থাকলেও করোনার কারণে তা বাতিল করে দেন ৷ এখনও সেটাই আবার চালু করতে চাইছেন আমেরিকার প্রেসিডেন্ট ৷

ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল মার্কনও ট্রাম্পের এই সামনাসামনি মোলাকাতের বিষয়টিকে সমর্থণ করেছেন ৷ যদি হোয়াইট হাউস সূত্রে খবর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এর পক্ষে নন৷ তিনি বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্ন তুলেছেন ৷ জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল এই সপ্তাহেই জানিয়েছন তিনি এই সামনাসামনি দেখা হয়ে আলোচনায় যোগ দিতে পারবেন না ৷

G7 এখন আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ,জাপান, জার্মানি, ইতালি, কানাডা, এবং ইউরোপিয়ান ইউনিয়ন যোগ দেয় ৷

Published by:Debalina Datta
First published:

Tags: Donald Trump, G7 Summit, India