‘হনুমানের মতো সঞ্জীবনী দিয়ে সাহায্য করেছেন’, মোদিকে ধন্যবাদ ব্রাজিলের রাষ্ট্রপতির
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
ব্রাজিলের রাষ্ট্রপতি ভারতের এই সাহায্যের তুলনা করেছেন রামায়ণের সঙ্গে।
#নয়াদিল্লিঃ করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে আমেরিকা-সহ অনেক কয়েকটি দেশের সাহায্যের জন্য ওষুধ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত। সারা পৃথিবী এই মুহূর্তে করোনা অতিমারির বিরুদ্ধে লড়াই করছে ৷ আর এই পরিস্থিতির কথা মাথায় রেখে মানবিক কারণে নিজেদের ওষুধ রফতানির সিদ্ধান্ত থেকে সরে এল ভারত ৷ আর এরপরেই আন্তর্জাতিক স্তরে ভারতের প্রশংসা শুরু হয়ে গিয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বোলসোনারো ভারতকে ধন্যবাদ জানিয়েছে করোনায় সংক্রমিতদের চিকিৎসায় সাহায্যকারি ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের সাপ্লাইয়ের জন্য। ব্রাজিলের রাষ্ট্রপতি ভারতের এই সাহায্যের তুলনা করেছেন রামায়ণের সঙ্গে। রামায়ণে যেমন হনুমান সঞ্জীবনী বুটি নিয়ে এসেছিল লক্ষ্মণেরপ্রান বাঁচানোর জন্য।
ব্রাজিলের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি লিখে ধন্যবাদ জানিয়েছেন। চিঠিতে ব্রাজিল-ভারতের বন্ধুত্ব আর ভারতের সহায়ক হিসাবে প্রমাণিত হওয়ার উল্লেখ রয়েছে। ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বোলসোনারো লিখেছেন, 'করোনার ভাইরাসের মহামারী সময়ে ভারত যেভাবে ব্রাজিলের সহায়তা করেছে, ঠিক যেমন রামায়ণে হনুমান জি প্রভু রামের ভাই লক্ষণের জন্য সঞ্জীবনী বুটি নিয়ে এসেছিলেন।'

advertisement
advertisement
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ প্রধানমন্ত্রী মোদি দারুণ , তিনি খুব ভালো ৷ যখন তাঁকে বলি যদি হাইড্রোক্সিক্লোরোকুইন ছাড়লে ভালো ৷ ’ ট্রাম্প আরও বলেন তাঁদের দেশে এর মূল যোগান ভারত থেকেই আসে৷ কিন্তু ওঁরা এটা বন্ধ করে দিয়েছেন ৷ কারণ এটা ওঁরা ভারতের জন্য রাখতে চান ৷ ’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 08, 2020 3:03 PM IST