#বেইজিং: এবার ভারত থেকে ক্যান্সার নিরাময়কারী ওষুধ আমদানি করতে চায় চিন । আরও বেশি ওষুধ আমদানি করার জন্য নির্দিষ্ট ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে ।
সোমবার চিনের পররাষ্ট্রে মন্ত্রকের মুখপাত্র হুয়া চুনইং জানিয়েছেন ওষুধের আমদানি বৃদ্ধি ও ওষুধের আমদানির উপর শুল্ক হ্রাস পেলে তা ভারত ও অন্যান্য দেশের জন্য বাড়তি সুযোগ তৈরি করবে । ভারত-চিন সম্পর্কের উন্নতির কথাও বলেছেন তিনি ।
আরও পড়ুন: গাজা ভূখন্ডের 'মিরাকেল ম্যান' ভারতীয় চিকিৎসক
এর আগেও মে মাসে ক্যান্সারের ওষুধের আমদানির ক্ষেত্রে শুল্কের হার অনেকটাই কমিয়েছিল চিন । কিন্তু খুব একটা লাভ হয়নি তাতে । কারণ চিনে আইনত ভাবে রপ্তানি করতে সেখানকার খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষের ছাড়পত্রের প্রয়োজন হয় । যদিও এদিনের ঘোষণায় এই ছাড়পত্র দেওয়া হবে কিনা তা স্পষ্ট হয়নি ।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েন হুয়ে পরিচালিত 'ডাইং টু সারভাইভ' নামক একটি ছবি চিনে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে । ছবিটি লিউকিমিয়ায় আক্রান্ত এক কিশোরীর উপরে । এই ছবিটিতেই সে প্রায় ১,০০০ জনের জন্য ক্যান্সারের ওষুধ আনায় ভারত থেকে । ছবিটিতে ক্যান্সার-বিরোধী ওষুধের উপর থেকে শুল্ক তুলে নেওয়ার বার্তাও দেওয়া হয়েছে । এই ছবির কথাও উল্লেখ করেন চুনইং ।
চিনে বছরে প্রায় ৪০ লক্ষেরও বেশি মানুষ ক্যান্সারে আক্রান্ত হন । দীর্ঘকাল ধরেই চিনে ভারতীয় ওষুধের চাহিদা বেশি । কারণ পশ্চিমের দেশগুলিতে উৎপাদিত ওষুধের চেয়ে ভারতীয় ওষুধ বিশেষত, ক্যান্সার বিরোধী ওষুধের দাম অনেকটাই কম ।
আরও পড়ুন: ডাস্টবিনের মধ্যে বসে, নর্দমার জল খেয়ে ভোটপ্রচার করলেন এই নেতা, দেখুন ভাইরাল ভিডিও
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anti-cancer drug, China, Drug import, Reduced tariff. Dying to survive