রাফাল যুদ্ধবিমানে ভারত-ফ্রান্সের যৌথ মহড়ায় সামিল হবেন সিডিএস বিপিন রাওয়াত
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
তিনি এই সফরে রাফালের উৎকৃষ্ট ক্ষমতা, নির্ভুল লক্ষ্য এবং আধুনিক যন্ত্রাংশ সম্পর্কে ওয়াকিবহাল হবেন। নিজের অভিজ্ঞতা দিয়ে বুঝবেন যুদ্ধ পরিস্থিতিতে এই বিমান কতটা কার্যকরী।
#যোধপুর: সিডিএস বিপিন রাওয়াত রাফাল যুদ্ধবিমানে উঠবেন৷ তাঁকে সামনে থেকে ব্রিফিং দেওয়া ছাড়াও প্রায় এক ঘণ্টা রাফাল বিমানের অভিজ্ঞতা বোঝানোর জন্য এই পদক্ষেপ।
তিনি এই সফরে রাফালের উৎকৃষ্ট ক্ষমতা, নির্ভুল লক্ষ্য এবং আধুনিক যন্ত্রাংশ সম্পর্কে ওয়াকিবহাল হবেন। নিজের অভিজ্ঞতা দিয়ে বুঝবেন যুদ্ধ পরিস্থিতিতে এই বিমান কতটা কার্যকরী।
ভারতীয় বিমানবাহিনীর যোধপুর বিমান ঘাঁটিতে চার দিন ধরে চলবে ডেজার্ট নাইট ২১। আগেই এ খবর জানিয়েছে আইএএফ। ভারত এবং তাঁর মিত্র দেশ ফ্রান্সের বিমান বাহিনী যুদ্ধকালীন পরিস্থিতিতে কীভাবেশত্রু শিবিরের ওপর বিমান হামলা চালাবে তা নিয়ে একটি যৌথ মহড়া চলবে যোধপুরে।
advertisement
advertisement
CDS Gen Bipin Rawat to fly in a French Rafale fighter https://t.co/dhGae5rhXF
— TOI India (@TOIIndiaNews) January 21, 2021
এই আয়োজনের মূল উদ্দেশ্য দু'দেশের বিমান বাহিনীর মধ্যে বোঝাপড়া বাড়ানো, পাশাপাশি ফরাসি রাফাল কঠিন যুদ্ধ পরিস্থিতিতে একসঙ্গে কটি মিশন চালানোর ক্ষমতা রাখে তাও বুঝে নেওয়া হবে এই মহড়ার মাধ্যমে।
advertisement
ডেজার্ট নাইটের প্রথম সংস্করণের অংশ হিসেবে চারটি ফরাসি রাফাল জিবুতি বিমানবন্দর থেকে প্রায় চার ঘন্টা সফর করে যোধপুরে পৌঁছেছে। ভারতের পক্ষ থেকে শুধু রাফাল নয়, থাকবে সুখোই, মিগ এবং মিরাজ। ফ্রান্সের পক্ষ থেকে রাখা হবে রাফাল, এয়ারবাস ৩৩০, এ ফোর হান্ড্রেড ট্রান্সপোর্ট এয়ারক্রাফট।
ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে, প্রতি বছর ফ্রান্সের সঙ্গে এরকম যৌথ মহড়া চলবে। দু বছর আগে ফ্রান্সে একইরকম মহড়া হয়েছিল দুই দেশের বিমান বাহিনীর। কয়েকদিন আগেই তেজ স যুদ্ধবিমান কেনার ছাড়পত্র দিয়েছে সিসি এস। তাছাড়াও একশোর অধিক ফাইটার লাগবে ভারতের। রাফাল ছাড়াও লড়াইয়ের রয়েছে রুশ,মার্কিন এবং সুইডিশ লড়াকু বিমান। তবে টেন্ডার শেষপর্যন্ত বোধহয় ফ্রান্সের দিকেই বেশি ঝুঁকে। বায়ুসেনা অবশ্য এ নিয়ে সরকারি বিবৃতি এখনই দেয়নি। ধীরে চল নীতি নিয়ে এগোচ্ছে আইএএফ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 21, 2021 8:24 PM IST