প্রবল অর্থ সংকট পাকিস্তানে! টাকা তুলতে নওয়াজের মোষগুলি বেচলেন ইমরান
Last Updated:
ঋণের ভারে জর্জরিত পাকিস্তান৷ তাই যে ভাবে হোক টাকা জোগাড় করতে মরিয়া ইমরান খান৷ পাক সরকার ইতিমধ্যেই ৬১টি লাক্সারি গাড়ি নিলামে তুলে ২০০ মিলিয়ন পাকিস্তানি টাকা তুলেছে৷
#ইসলামাবাদ: আর্থিক সংকটে ধুঁকছে পাকিস্তান সরকার৷ কিছু টাকা তুলতে শেষমেশ মোষ বিক্রি করতে হল দেশের নয়া প্রধানমন্ত্রী ইমরান খানকে৷ প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাড়িতে পোষা ৮টি মোষ নিলামে তুলে ২৩ লক্ষ টাকা তুলল ইমরান খান সরকার৷
ঋণের ভারে জর্জরিত পাকিস্তান৷ তাই যে ভাবে হোক টাকা জোগাড় করতে মরিয়া ইমরান খান৷ পাক সরকার ইতিমধ্যেই ৬১টি লাক্সারি গাড়ি নিলামে তুলে ২০০ মিলিয়ন পাকিস্তানি টাকা তুলেছে৷ মোট ১০২টি লাক্সারি গাড়ি নিলামে তুলছে ইমরান খান সরকার, যার মধ্যে বুলেট প্রুফ গাড়িও রয়েছে৷ জানা গিয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মোষগুলি বেশির ভাগি কিনে নিয়েছেন শরিফের সমর্থকরা৷
advertisement
ইসলামাবাদের এক বাসিন্দা আলির কথায়, 'আমি একটি মোষ কিনেছি৷ এই মোষ আমাদের নেতা নওয়াজ শরিফ ও বোন মরিয়ম নওয়াজের স্মৃতি বাড়িতে রাখতে চাই৷' পাকিস্তানের আর্থিক অবস্তা এতটাই খারাপ যে, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার থেকে ফের বেল-আউট প্যাকেজ নিচ্ছে ইসলামাবাদ৷ ১৯৮০ সাল থেকে এই নিয়ে ১৩ বার৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 27, 2018 8:59 PM IST