প্রবল অর্থ সংকট পাকিস্তানে! টাকা তুলতে নওয়াজের মোষগুলি বেচলেন ইমরান

Last Updated:

ঋণের ভারে জর্জরিত পাকিস্তান৷ তাই যে ভাবে হোক টাকা জোগাড় করতে মরিয়া ইমরান খান৷ পাক সরকার ইতিমধ্যেই ৬১টি লাক্সারি গাড়ি নিলামে তুলে ২০০ মিলিয়ন পাকিস্তানি টাকা তুলেছে৷

#ইসলামাবাদ: আর্থিক সংকটে ধুঁকছে পাকিস্তান সরকার৷ কিছু টাকা তুলতে শেষমেশ মোষ বিক্রি করতে হল দেশের নয়া প্রধানমন্ত্রী ইমরান খানকে৷ প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাড়িতে পোষা ৮টি মোষ নিলামে তুলে ২৩ লক্ষ টাকা তুলল ইমরান খান সরকার৷
ঋণের ভারে জর্জরিত পাকিস্তান৷ তাই যে ভাবে হোক টাকা জোগাড় করতে মরিয়া ইমরান খান৷ পাক সরকার ইতিমধ্যেই ৬১টি লাক্সারি গাড়ি নিলামে তুলে ২০০ মিলিয়ন পাকিস্তানি টাকা তুলেছে৷ মোট ১০২টি লাক্সারি গাড়ি নিলামে তুলছে ইমরান খান সরকার, যার মধ্যে বুলেট প্রুফ গাড়িও রয়েছে৷ জানা গিয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মোষগুলি বেশির ভাগি কিনে নিয়েছেন শরিফের সমর্থকরা৷
advertisement
ইসলামাবাদের এক বাসিন্দা আলির কথায়, 'আমি একটি মোষ কিনেছি৷ এই মোষ আমাদের নেতা নওয়াজ শরিফ ও বোন মরিয়ম নওয়াজের স্মৃতি বাড়িতে রাখতে চাই৷' পাকিস্তানের আর্থিক অবস্তা এতটাই খারাপ যে, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার থেকে ফের বেল-আউট প্যাকেজ নিচ্ছে ইসলামাবাদ৷ ১৯৮০ সাল থেকে এই নিয়ে ১৩ বার৷
advertisement
বাংলা খবর/ খবর/বিদেশ/
প্রবল অর্থ সংকট পাকিস্তানে! টাকা তুলতে নওয়াজের মোষগুলি বেচলেন ইমরান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement