এবার কি তাহলে ব্রিটেনে ভারতীয়দের সংখ্যা আরও বাড়বে ?

Last Updated:

ব্রেক্সিটের এই রায়ে ভারতীয়দের কি কোনও লাভ হবে ? এটাই এখন এদেশের মানুষের সবচেয়ে বড় প্রশ্ন ৷

#লন্ডন:  ব্রেক্সিটের এই রায়ে ভারতীয়দের কি কোনও লাভ হবে ? এটাই এখন এদেশের মানুষের সবচেয়ে বড় প্রশ্ন ৷ ইতিমধ্যেই ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বেরিয়ে যাওয়ায় ভারতীয় মুদ্রায় পাউন্ডের দাম হু-হু করে কমবে বলে মত বিশেষজ্ঞদের ৷ যা ইতিমধ্যে শুরুও হয়ে গিয়েছে ৷
পর্যটন সংস্থাদেরও ধারণা, পাউন্ডের দাম কমলে এদেশে থেকে ব্রিটেনে যাওয়ার মানুষের সংখ্যা বাড়বে ৷ শুধু পর্যটকরাই নন, ব্রিটেনে পড়াশুনার জন্যও এদেশ থেকে লোকসংখ্যা বাড়তে পারে ৷ ব্রিটেনে এই মুহূর্তে ভারতীয় পড়ুয়াদের সংখ্যা নেহাত কম নয়। তবে পড়াশোনার খরচ কমলে সেই সংখ্যা আরও বাড়বে বলেই মত বিশেষজ্ঞদের ৷
OLYMPUS DIGITAL CAMERA
advertisement
advertisement
শুধু পর্যটকরাই নন, এদেশের কিছুটা ধনী মানুষও চাইবেন এখন ব্রিটেনে সম্পত্তি কিনতে ৷ শুধু ব্রিটেনের গ্রাম বা মফস্বল নয়, রাজধানী লন্ডনেও সম্পত্তি কিনতে এখন আগ্রহী হতে পারেন ভারতীয়রা ৷ পাউন্ডের দাম কমে যাওয়াই এর প্রধান কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা ৷ ব্রেক্সিট রায়ের পর গত ৩১ বছরে পাউন্ডের দর এইমূহূর্তে অভাবনীয়ভাবে কমে গিয়েছে ৷ যা বিদেশি লগ্নি আনার জন্য যথেষ্ট ৷ ব্রিটেনে, বিশেষত লন্ডন শহর নিয়ে ভারতীয়দের আগ্রহ বরাবরই রয়েছে ৷ ব্যবসায়ী কিংবা যাঁদের পরিবার ব্রিটেনে থাকে, তাঁদের লন্ডন প্রীতি অপরিসীম ৷ তাই বর্তমান অবস্থার সুযোগ নিয়ে ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশের মানুষ ব্রিটেনে সম্পত্তি কিনতে এখন অধিক আগ্রহ প্রকাশ করাটাই স্বাভাবিক ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
এবার কি তাহলে ব্রিটেনে ভারতীয়দের সংখ্যা আরও বাড়বে ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement