Joe Biden: "আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সে যেন ব্যক্তিগত অধিকার ক্ষুন্ন না হয়" বার্তা বাইডেনের

Last Updated:

হোয়াইট হাউসে দুই ঘণ্টা ওই জরুরি বৈঠকের শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এক বিবৃতিতে জানিয়েছেন, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থাগুলির়ও আইনি দায়িত্ব আছে। এটি যেন প্রযুক্তিকেন্দ্রিক সংস্থার কর্ণধাররা গুরুত্ব দিয়ে ভেবে দেখেন।

ওয়াশিংটন (আমেরিকা) : আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স, সাইবার নিরাপত্তা আর নানা প্রযুক্তি ব্যবহারের সমস্যা ও  নিরাপত্তার  মত ইস্যু নিয়ে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট বৈঠকে বসেন সত্য নাদেলা, সুন্দর পিচাইদের সঙ্গে। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান চিফ অফ স্টাফ জেফ জিটেনস সহ মার্কিন প্রশাসনের শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন ওই বৈঠকে। আর হোয়াইট হাউসের ওই বৈঠকে জো বাইডেন জানিয়েছেন, তিনি নিজেও বেশ কয়েকবার চ্যাটজিপিটি ব্যবহার করেছেন।
ইতিমধ্যে ওই বৈঠক নিয়ে যথেষ্ট জল্পনা তৈরি হয়েছিল সংবাদমাধ্যমে। সাম্প্রতিক সাইবার হামলার পর প্রযুক্তি বিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠানগুলি কীভাবে সাইবার নিরাপত্তার দিকটি আরও নিশ্চিত করতে পারে, তা খতিয়েদেখার জন্য ডাকা হয়েছিল ওই জরুরি বৈঠক। বৈঠকে গুগলের সিইও ছাড়াও  অ্যাপলের সিইও টিম কুক, মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা এবং আমাজনের সিইও অ্যান্ডি জ্যাসি যোগ দেবেন বলে জানিয়েছিল সংবাদমাধ্যম।
advertisement
advertisement
একইসঙ্গে এদিনের বৈঠকে ওপেন এআই -এর সিইও স্যাম অল্টম্যান, অ্যানথ্রোপিকস এর কর্ণধার ডারিও আব্রাহাম উপস্থিত ছিলেন। দুই ঘন্টার ওই জরুরি বৈঠকের শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এক বিবৃতিতে জানিয়েছেন,  “প্রযুক্তির ব্যবহারের ক্রমাগত উন্নতি আর তার সুফল সম্পর্কে অবশ্যই সচেতন থাকা প্রয়োজন। কিন্ত ব্যক্তিগত নিরাপত্তা, ব্যক্তি জীবনের গোপনীয়তা আর নাগরিক অধিকার যেন কোনওভাবেই ক্ষুন্ন না হয়।”
advertisement
এই বিষয়ে যে প্রশাসন যথেষ্ট গুরুত্ব দিচ্ছে তা স্পষ্ট করে দিয়ে হ্যারিস তাঁর বিবৃতিতে আরও জানিয়েছেন, “উন্নত প্রযুক্তি বিশেষত আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স এর ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থাগুলিরও আইনি দায়িত্ব আছে। এটি যেন প্রযুক্তিকেন্দ্রিক সংস্থার কর্ণধাররা গুরুত্ব দিয়ে ভেবে দেখেন। মার্কিন প্রশাসন নয়া প্রযুক্তি ব্যবহারের সুবিধার দিকটির সাহায্যের জন্য নতুন আইন তৈরি করছে। একইসঙ্গে এ ব্যাপারে কিছু বিধিনিষেধও রাখা হচ্ছে যাতে ব্যক্তিগত গোপনীয়তার অধিকার ক্ষুন্ন না হয়।”
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Joe Biden: "আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সে যেন ব্যক্তিগত অধিকার ক্ষুন্ন না হয়" বার্তা বাইডেনের
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement