ঢাকার রাস্তা সাফাইয়ে বিদেশিরা ! হেলদোল নেই প্রশাসনের

Last Updated:
#ঢাকা: কিছু বিদেশি রাস্তায়  পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন, এটা নিয়ে এতো ভাবার কী আছে?  ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক অন্তত এমনটাই মনে করেন।
বিদেশিদের এই উদ্যোগের বরং প্রশংসা করে তিনি বিবিসি বাংলাকে জানিয়েছেন, মেয়র হিসেবে এই উদ্যোগের ব্যাপারে কোনও নেতিবাচক মন্তব্য তিনি করতে চান না। যাঁরা কাজটি করেছেন, তাঁরা ভালোর জন্যই করছেন। তিনি আরও বলেন, আমরা সবাই যদি এভাবে সচেতন হই,  তাহলে একটা দারুণ কাজ হবে।
বিদেশিরা ঢাকার রাস্তা পরিষ্কারে নামার পর বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা বিতর্ক চলছে। অনেকেই এই উদ্যোগের প্রশংসা করেছেন। অনেকে আবার মন্তব্য করেছেন, ঢাকার রাস্তা পরিষ্কারের কাজে বিদেশিদের ঝাড়ু হাতে নামতে হচ্ছে, এর জন্য নগর কর্তৃপক্ষের জন্য লজ্জা পাওয়া উচিত।
advertisement
advertisement
ঢাকা শহরের অভিজাত বনানী-গুলশান এলাকায় বিদেশিদের রাস্তা পরিষ্কার করার এই ছবি অনেকেই ফেসবুকে শেয়ার করেছেন। তাঁদের এই উদ্যোগে অনেক ক্ষেত্রে স্থানীয়রাও যোগ দিয়েছেন।
মেয়র আনিসুল হক স্বীকার করেন যে ঢাকা শহর পরিচ্ছন্ন রাখা নগর কর্তৃপক্ষের জন্য এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতনতা বাড়াতে সামনের মাস থেকে তাঁরা প্রতিটি ওয়ার্ডে সভা করবেন। মানুষের বাড়ি থেকে বর্জ্য সংগ্রহের পর তা আমিনবাজার ল্যান্ডফিল সাইটে নিয়ে যাওয়ার আগে পর্যন্ত মাঝখানে কোথায় রাখা হবে, তার কোনও জায়গা এতদিন পর্যন্ত গড়ে তোলা যায়নি। প্রতিদিন আড়াই হাজার থেকে তিন হাজার টন বর্জ্য রাস্তার ওপরই যেখানে-সেখানে ফেলা হচ্ছে। আনিসুল হক জানিয়েছেন, সিটি কর্পোরেশন শহরের বিভিন্ন জায়গায় সরকারের কাছে থেকে জমি নিয়ে ৩৬টি ওয়ার্ডের প্রতিটিতে দুটি করে মোট ৭২ টি ট্রান্সফার সেন্টার করতে যাচ্ছে। বাড়ি থেকে সংগৃহীত বর্জ্য প্রথমে এখানে এনে রাখা হবে, এরপর তা নিয়ে যাওয়া হবে ল্যান্ডফিল সাইটে। এ বছরের মধ্যে এই সেন্টারগুলো হয়ে যাবে বলে উল্লেখ করে মেয়র বলেন, এরপর আর রাস্তায় বর্জ্য দেখা যাবে না।
বাংলা খবর/ খবর/ওপার বাংলা/
ঢাকার রাস্তা সাফাইয়ে বিদেশিরা ! হেলদোল নেই প্রশাসনের
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement