New Year Celebration: নতুন বছরে আতশবাজিতে স্বাগত জানাল নিউজিল্যান্ড, উৎসবের মেজাজে বিশ্ব
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
New Year Celebration: এর পর বর্ষবরণ হবে সিডনি হার্বার ব্রিজে৷ সেখানেও সারা বিশ্বের নজর থাকে৷
নয়াদিল্লি: নিয়মের পরিবর্তন হল না৷ এ বারও নতুন বছরকে একই ভাবে, সাড়ম্বরে স্বাগত জানাল নিউজিল্যান্ড৷ নিউ জিল্যান্ডের অকল্যান্ডের বিখ্যাত টাওয়ারে আতশবাজি ফাটিয়ে ২০২৪ সালকে স্বাগত জানানো হল৷ উল্লেখ্য, এই স্কাই টাওয়ার হল নিউজিল্যান্ডের সর্বোচ্চ একটি টাওয়ার৷ প্রতিবছরই এই অংশের বর্ষবরণের দিকে তাকিয়ে থাকে বিশ্ব৷ কারণ, এখানেই প্রথমবার বর্ষবরণের রাত শুরু হয়৷
#WATCH | New Zealand’s Auckland welcomes the new year 2024 with fireworks
(Source: Reuters) pic.twitter.com/faBWL0b7Eh
— ANI (@ANI) December 31, 2023
advertisement
এর পর বর্ষবরণ হবে সিডনি হার্বার ব্রিজে৷ সেখানেও সারা বিশ্বের নজর থাকে৷ অস্ট্রেলিয়ার এই হার্বার ব্রিজের বর্ষবরণে নাকি গোটা পৃথিবীর কোটি কোটি মানুষ নজর রাখেন৷ সেখানেও আতশবাজির সাহায্য নতুন বছরকে স্বাগত জানানো হবে৷ এ ছাড়াও নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারেও বর্ষবরণের এই অনুষ্ঠান করা হবে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 31, 2023 6:44 PM IST