Accident: হঠাৎ করে উল্টে গেল নৌকা, মুহূর্তে মৃত্যু অন্তত ৭৮ জনের! চারিদিকে হাহাকার-কান্না

Last Updated:

Accident: দক্ষিণ কিভু প্রদেশের গভর্নর জানিয়েছেন, বৃহস্পতিবার কিভু হ্রদে উল্টে যাওয়া নৌকাটিতে কমপক্ষে ২৭৮ জন আরোহী ছিলেন।

ভয়ঙ্কর দুর্ঘটনা
ভয়ঙ্কর দুর্ঘটনা
কিভু: আফ্রিকান দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় ভয়াবহ নৌকাডুবি। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭৮ জন। অনেক মানুষের কোনও খোঁজ না পাওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
দক্ষিণ কিভু প্রদেশের গভর্নর জানিয়েছেন, বৃহস্পতিবার কিভু হ্রদে উল্টে যাওয়া নৌকাটিতে কমপক্ষে ২৭৮ জন আরোহী ছিলেন। এরপরই তড়িঘড়ি উদ্ধারকার্য শুরু হলে অন্তত ৫০ জন ডাঙায় উঠে আসেন। কিন্তু উদ্ধার হয় ৭৮ জনের মৃতদেহ। এখনও খোঁজ নেই বহু মানুষের।
advertisement
advertisement
প্রত্যক্ষদর্শীরা জানান, শান্ত হ্রদের জলে ভাসমান দুই তলা নৌকাটি আচমকা উল্টে যায়। দক্ষিণ কিভু প্রদেশের মিনোভা শহর ছেড়ে আসা নৌকাটি ডুবে যাওয়ার সময় রাজধানী গোমার তীর থেকে ৩২৮ ফুট দূরে ছিল।
উল্লেখ্য যে, দুর্গম সড়ক পথ আর সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষে উত্তপ্ত এলাকা এড়াতেই উত্তরাঞ্চলে যাতায়াতের জন্য জলপথ ব্যবহার করে থাকেন কঙ্গোবাসী। আর সেখানেই ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Accident: হঠাৎ করে উল্টে গেল নৌকা, মুহূর্তে মৃত্যু অন্তত ৭৮ জনের! চারিদিকে হাহাকার-কান্না
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement