অবসর নেওয়ার পর পাদ্রী হলেন পর্নস্টার, বুড়ো হাড়ে ভেল্কি দেখাচ্ছেন আমেরিকান
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
ছিলেন একটি চার্চের পাদ্রী৷ জীবনের বেশিরভাগ সময় ধর্মকর্ম করেই কাটিয়ে দিয়েছেন৷ কিন্তু সেই পাদ্রী জীবন থেকে অবসর নেওয়ার পর থেকেই নতুন ভেল্কি দেখাতে শুরু করেছেন নর্ম সেল্ফ৷
#নর্থ ক্যারোলিনা: ছিলেন একটি চার্চের পাদ্রী৷ জীবনের বেশিরভাগ সময় ধর্মকর্ম করেই কাটিয়ে দিয়েছেন৷ কিন্তু সেই পাদ্রী জীবন থেকে অবসর নেওয়ার পর থেকেই নতুন ভেল্কি দেখাতে শুরু করেছেন নর্ম সেল্ফ৷ ৮৫ বছর বয়সে এসে তিনি এখন অবসরকালীন শখ হিসাবে বেছে নিয়েছেন একেবারে উল্টো এক অভ্যাস৷ এখন তিনি পর্ন ছবির নায়ক৷
বিশ্বাস হচ্ছে না, তাই তো? কিন্তু এটাই সত্যি৷ তবে অর্থাভাবে তিনি পেশা হিসাবে পর্ন তারকা হওয়ার কথা ভেবেছেন, এমনটা নয়৷ বরং, বাঁচতে চেয়েছেন একটা নতুন জীবন৷ সাংবাদিকদের তিনি জানিয়েছেন, ‘এতবছর ধর্মের বেড়াজালে আবদ্ধ থাকার পর, এখন আমার জীবনটা বড় সুন্দর হয়ে উঠেছে৷ আমার নিজেকে এখন অনেকটা স্বাধীন মনে হয়৷ মনে হয় যেন নতুন করে জীবনটা বাঁচতে পারছি৷
advertisement
তবে এতদিনের পাদ্রী জীবন খুব একটা সহজ ছিল না নর্মের৷ বিয়ে করেছিলেন, কিন্তু বিয়ের ২৭ বছর পরে বুঝতে পারেন তিনি সমকামী৷ তারপরই জীবনটা যেন পাল্টে যায়৷ আর জীবনের শেষ লগ্নে এসে তো এক্কেবারে পাল্টে গেল জীবনটা৷ এখন ক্যামেরার সামনে তিনি নতুন ‘অবতারে অবতীর্ণ৷’
advertisement
তবে নর্মের এই পেশায় কোনও উপার্জন নেই৷ তিনি নিজের মনের সুখের জন্য পর্ন ছবিতে অভিনয় করতে এসেছেন৷ এখনও পর্যন্ত চারটি ছবি বানিয়েছেন তিনি৷ তিনি মনে করেন, তাঁর তৈরি ভিডিওগুলি অনেকের মনে শান্তি আনবে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 21, 2020 3:04 PM IST