লন্ডন: মোবাইলে গেম খেলাই এখন বাচ্চাদের সবচেয়ে বড় নেশা ৷ দিন-রাত মোবাইল নিয়ে থাকতেই ভালোবাসে অধিকাংশ শিশুরা ৷ অনলাইনে পড়াশোনার জন্য এখন বেশিরভাগ স্কুল পড়ুয়াদের হাতেই মোবাইল ৷ আর তাতে পড়াশোনার চেয়ে গেম খেলা বা ইউটিউবে ভিডিও দেখাই যে বেশি হয়, তা আর বলার অপেক্ষা রাখে না ৷ ব্রিটেনের উত্তর ওয়েলসে সম্প্রতি ছেলের কাণ্ডে রাতের ঘুম উড়ে গিয়েছে বাবার ৷ মোবাইলে একের পর এক গেম ডাউনলোড করে ছেলে বিল করেছে ১ লক্ষ ৩৩ হাজার টাকা ৷ যার জন্য শেষপর্যন্ত নিজের গাড়িই বিক্রি করতে হল বাবাকে ৷
আইফোনে একের পর এক গেম ডাউনলোড করাতেই এই কাণ্ড ৷ গেমগুলির দাম ২০৪ টাকা থেকে শুরু হয়ে ১০ হাজার টাকা পর্যন্ত ৷ একের পর এক গেম ডাউনলোড করায় শেষপর্যন্ত বিল ১ লক্ষ টাকা ছাড়িয়ে যায় ৷ কী ভাবে এত টাকা মেটাবেন ভেবেই তাঁর হাড় হিম হয়ে যাচ্ছিল। শেষমেশ নিজের গাড়ি বিক্রি করে সেই বিল মেটান বাবা মহম্মদ মুতাজা। প্রথমে মুতাজা ভেবেছিলেন তাঁকে প্রতারিত করা হয়েছে। কিন্তু তিনি লেনদেনের স্টেটমেন্টের একটি মেল পান। তাতে কত টাকা খরচ হয়েছে স্পষ্ট লেখা ছিল। মুতাজা বিষয়টি নিয়ে অ্যাপল-কে অভিযোগ জানান। সংস্থার পক্ষ থেকে মুতাজাকে ২১ হাজার টাকা ফেরতও দেওয়া হয়েছে। ছেলে হয়তো পাসওয়ার্ড জেনে ফেলেছিল বলেই আশঙ্কা করছেন মুতাজা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: I Phone, Mobile Game