ইস্তানবুলে নাইটক্লাবে বন্দুবাজের হামলায় মৃত ৩৯
Last Updated:
বছরের প্রথম দিন সন্ত্রাস হামলা ৷ বর্ষবরণের রাতে তুরস্কের সবচেয়ে বড় শহর ইস্তানবুলের একটি নাইক্লাবে হামলা চালায় এক বন্দুবাজ ৷
#ইস্তানবুল: বছরের প্রথম দিন সন্ত্রাস হামলা ৷ বর্ষবরণের রাতে তুরস্কের সবচেয়ে বড় শহর ইস্তানবুলের একটি নাইক্লাবে হামলা চালায় এক বন্দুবাজ ৷ ঘটনায় দু’জন ভারতীয়-সহ মৃত্যু হয়েছে ৩৯ জনের ৷ আহত হয়েছেন কমপক্ষে ৪০ ৷ সান্টা সেজে নাইটক্লাবে প্রবেশ করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে বন্দুকবাজ ৷ এরপর সেখান থেকে চম্পট দেয় তিনি ৷ মৃতদের মধ্যে ১৬ জন বিদেশি নাগরিক ছিলেন বলে জানিয়েছেন তুরস্কের ইন্টেরিয়র মন্ত্রী ৷
সুষমা স্বরাজ জানিয়েছেন, নিহত ২ ভারতীয় নাগরিক মধ্যে রয়েছেন প্রাক্তন রাজ্যসভা সাংসদ আখতার হাসান রিজভির পুত্র আবিস হাসান রিজভি। অপরজন হলেন গুজরাতের খুশি শাহ। ইতিমধ্যেই আঙ্কারা থেকে ইস্তানবুলের উদ্দেশে রওনা দিয়েছেন ভারতীয় রাষ্ট্রদূত । অন্যদিকে গুজরাতের খুশি শাহের বাবা ইস্তানবুলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৷
সুষমা ট্যুইটে জানিয়েছেন, খুশির বাবা অশোক শাহের সঙ্গে তিনি কথা বলেছেন ও সমবেদনা জানিয়েছেন ৷ অনেকেই প্রাণ বাঁচানোর জন্য নাইট ক্লাবের পাশের একটি নদীতে ঝাঁপ দেন।
advertisement
advertisement
ঘটনার পর গোটা এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে ৷ বন্দুকবাজের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করা হয়েছে ৷ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ ক্লাবের সিসিটিভি ফুটেজে বন্দুকবাজের ছবি ধরা পড়েছে বলে জানা গিয়েছে ।
ইস্তানবুলে নিখোঁজ দমদমের পুজা সাহা। নাইট ক্লাবে জঙ্গি হানার পর থেকেই নিখোঁজ। গতকাল সকালে শেষবার পরিবারের সঙ্গে কথা। যোগাযোগ করা যাচ্ছে না পুজার সঙ্গে। ঘটনায় উদ্বিগ্ন পরিবার। আইন নিয়ে পড়তে ইস্তানবুল যান পুজা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 02, 2017 8:40 AM IST