Nepal Gen Z Protest Update: ১১ বছরের বালিকাকে ধাক্কা মন্ত্রীর গাড়ির! কেন আগুন জ্বলল নেপালে, সামনে এল আসল কারণ

Last Updated:

গত অগাস্ট মাসে এই দুর্ঘটনা ঘটেছিল নেপালের ললিতপুর জেলার হরিসিদ্ধিতে৷ সেখানে রাস্তা পারাপারের জন্য দাঁড়িয়ে থাকা ১১ বছর বয়সি এক বালিকাকে ধাক্কা মারে নেপালের একজন প্রাদেশিক মন্ত্রীর গাড়ি৷

মন্ত্রীর গাড়ি ধাক্কা মারছে বালিকাকে (বাঁদিকে)৷ ক্ষোভের আগুনে জ্বলছে নেপাল৷
মন্ত্রীর গাড়ি ধাক্কা মারছে বালিকাকে (বাঁদিকে)৷ ক্ষোভের আগুনে জ্বলছে নেপাল৷
গত তিন দিন ধরে সাম্প্রতিক কালে নিজেদের দেশের সবথেকে বড় গণবিদ্রোহ শুরু হয়েছে নেপালে৷ গত তিন ধরেই ক্রমশই খারাপ হচ্ছে পরিস্থিতি৷ রাজধানী কাঠমান্ডুর গণ্ডি পেরিয়ে সেই বিদ্রোহ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে৷
প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, ফেসবুক- ইউটিউবের মতো সমাজমাধ্যমগুলির উপরে নিষেধাজ্ঞা জারি করার বিরুদ্ধেই পথে নেমেছে নেপালের তরুণ প্রজন্ম বা Gen Z৷ কিন্তু নেপালের সাধারণ মানুষের সরকার এবং প্রশাসনের উপরে রাগের কারণ আরও গভীরে নিহিত৷ যার সূত্রপাত হয়েছিল ১১ বছর বয়সি এক বালিকার পথ দুর্ঘটনায় আহত হওয়াকে কেন্দ্র করে৷
গত অগাস্ট মাসে এই দুর্ঘটনা ঘটেছিল নেপালের ললিতপুর জেলার হরিসিদ্ধিতে৷ সেখানে রাস্তা পারাপারের জন্য দাঁড়িয়ে থাকা ১১ বছর বয়সি এক বালিকাকে ধাক্কা মারে নেপালের একজন প্রাদেশিক মন্ত্রীর গাড়ি৷ ওই বালিকাকে ধাক্কা মারার পরই গাড়িটি পালানোর চেষ্টা করে৷ যদিও জনতার হাতে ধরা পড়ে যান চালক৷
advertisement
advertisement
শেষ পর্যন্ত অবশ্য প্রাণে বেঁচে যায় ওই বালিকা৷ কিন্তু অভিযুক্ত গাড়ির চালক এক দিনের মধ্যেই জেল থেকে ছাড়া পেয়ে যাওয়ায় ক্ষোভের আগুন ছড়ায়৷ তার উপর প্রধানমন্ত্রী ওলি এই ঘটনাকে ছোট দুর্ঘটনা বলায় আগুনে ঘি পড়ে৷
এর পরই দুর্ঘটনা আহত ওই বালিকার জন্য বিচার চেয়ে সমাজমাধ্যমে জোরদার প্রচার শুরু হয়৷ বেকারত্ব, দুর্নীতির মতো কারণে হতাশাগ্রস্ত নেপালের তরুণ প্রজন্মের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে এই ঘটনার মধ্যে দিয়ে৷ বালিকার দুর্ঘটনায় অভিযুক্তের শাস্তি সমাজমাধ্যমে গড়ে ওঠে জনমত৷ রাস্তায় রাস্তায় শুরু হয় মিছিল এবং প্রতিবাদ৷
advertisement
advertisement
সাধারণ মানুষের এই ক্ষোভ প্রশমনের চেষ্টা না করে উল্টে গত ৪ সেপ্টেম্বর সমাজমাধ্যমের উপরেই নিষেধাজ্ঞা জারি করে নেপালের ওলি সরকার৷ নিষিদ্ধ হয় ফেসবুক, হোয়াটসঅ্যাপ৷ জনরোষকে চাপা দেওয়ার এই মরিয়া প্রচেষ্টাই শেষ পর্যন্ত ওলি সরকারের জন্য ব্যুমেরাং হয়ে দাঁড়ায়৷ একজন রাজনৈতিক পর্যবেক্ষকের কথায়, সমাজমাধ্যমকে নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত যে তাঁর সরকারের পতন ডেকে আনবে, তা ভাবতেও পারেননি নেপালের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী ওলি৷
advertisement
ওলি সরকার সমাজমাধ্যমের উপরে নিষেধাজ্ঞা চাপালেও গোপনে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছিল নেপালের Gen Z৷ পরিকল্পনা মতোই ৮ এবং ৯ সেপ্টেম্বর রাজধানী কাঠমান্ডু সহ নেপালের রাস্তার দখল নেয় তাঁরা৷ সংসদ ভবন, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির বাসভবনে চলে হামলা, হয় অগ্নিসংযোগ৷ নেপালের বর্তমান মন্ত্রীদের রাস্তায় তাড়া করে মারধর করে ক্ষিপ্ত জনতা৷ প্রাক্তন প্রধানমন্ত্রী স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়৷ শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেপালের সেনাবাহিনী দেশ পরিচালনার ভার সাময়িক ভাবে হাতে নিয়েছে৷ বিক্ষোভকারীদের দেওয়া হয়েছে কড়া বার্তা৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Nepal Gen Z Protest Update: ১১ বছরের বালিকাকে ধাক্কা মন্ত্রীর গাড়ির! কেন আগুন জ্বলল নেপালে, সামনে এল আসল কারণ
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement