India vs New Zealand, 4th ODI in Hamilton: ৮ উইকেটে হেলায় জয় নিউজিল্যান্ডের

Last Updated:
ভারত: ৯২, নিউজিল্যান্ড: ৯৩/২ ( ১৪.৪ ওভার)
২১২ বল বাকী থাকতেই ৮ উইকেটে জয়ী নিউজিল্যান্ড ৷ সিরিজ ১-৩
#হ্যামিল্টন: সেডন পার্কে ধরাশায়ী রোহিত ব্রিগেড ৷ ৮ উইকেটে হার টিম ইন্ডিয়ার ৷ মাউন্ট মঙ্গানুইতে গত ম্যাচে জিতে ৩-০-তে এগিয়ে যাওয়ার পর সিরিজের বাকী দুটি ম্যাচ এখন নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে ৷ কোহলি-ধোনিরা না খেললেও বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই দুটি ম্যাচকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে ৷ বৃহস্পতিবার অবশ্য সেই কাজে ভালমতোই হোঁচট খেল টিম ইন্ডিয়া ৷ প্রথমে ব্যাট করে মাত্র ৯২ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস ৷ ম্যাচ জিততে নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের লাগল মাত্র ১৪.৪ ওভার ৷
advertisement
advertisement
টস জিতে এদিন প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারত ৷ অধিনায়ক রোহিত শর্মা (৭), শিখর ধাওয়ান (১৩), রায়ডু  (০), কার্তিক (০) প্রত্যেকেই ব্যর্থ ৷ রান পাননি এই ম্যাচে অভিষেক হওয়া কেকেআর তারকা শুভমান গিলও (৯) ৷ কিউই পেসার ট্রেন্ট বোল্টের বিধ্বংসী স্পেলের সামনে এদিন দাঁড়াতে পারেননি কোনও ভারতীয় ব্যাটসম্যানই ৷ ১০০-র গণ্ডী টপকাতেও ব্যর্থ তাঁরা ৷ মাত্র ৯৩ রানের টার্গেট একেবারেই কঠিন কাজ ছিল না ৷ গাপ্তিল (১৪), উইলিয়ামসন (১১)-এর উইকেট হারালেও ম্যাচ জেতাতে বেশি সময় লাগেনি নিকোলস (৩০ নট আউট) এবং রস টেলর (৩৭)-এর ৷ সিরিজের শেষ ম্যাচ রবিবার ৩ ফেব্রুয়ারি খেলা হবে ওয়েলিংটনে ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
India vs New Zealand, 4th ODI in Hamilton: ৮ উইকেটে হেলায় জয় নিউজিল্যান্ডের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement