India vs England: কোহলি ফিরতেই বিলেতে ধরাশায়ী বিরাট-ব্রিগেড

Last Updated:

অনেক আশা জাগিয়েও দলকে উইনিং মোমেন্ট অবধি পৌঁছে দিতে পারলেন না বিরাট কোহলিও৷ প্রথম ইনিংসে অনবদ্য ১৪৯ রানের পর বার্মিংহ্যামে দ্বিতীয় ইনিংসেও বিরাটের বিরাট ব্যাটেই ভরসা করেছিল ভারতীয় দলের ফ্যানরা৷

#বার্মিংহ্যাম: আশা জাগিয়েও বিলেতের পিচে মুখ থুবড়ে পড়ল ভারত৷ এজবাস্টনে প্রথম টেস্টে ৩১ রানে হারল ভারত৷ শনিবারের এজবাস্টন দেখল, বিদেশের মাটিতে এখনও পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠতেই পারে ভারতের৷
অনেক আশা জাগিয়েও দলকে উইনিং মোমেন্ট অবধি পৌঁছে দিতে পারলেন না বিরাট কোহলিও৷ প্রথম ইনিংসে অনবদ্য ১৪৯ রানের পর বার্মিংহ্যামে দ্বিতীয় ইনিংসেও বিরাটের বিরাট ব্যাটেই ভরসা করেছিল ভারতীয় দলের ফ্যানরা৷ তবে অধিনায়কোচিত ইনিংস খেললেও দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করার পর এলবিডাব্লু হয়ে যান বিরাট৷ স্টোকসের শিকার হন তিনি৷
এদিকে শনিবার শুরুতে নেমেই আউট হয়ে যান আগের দিনের সেট ব্যাটসম্যান দীনেশ কার্তিক ৷ ২০ করে অ্যান্ডারসনের শিকার তিনি ৷ এর আগের দিন অবশ্য স্যামুয়েল কারান- ইংল্যান্ডের এই ২০ বছরের বাঁ হাতি পেসারেই কম্পন ধরিয়ে দিয়ে যান ভারতের টপ অর্ডারে ৷ বিজয় (২০), ধাওয়ান (২৬), রাহুল (৪) প্রত্যেকেই এদিন তাঁর শিকার ৷ একমাত্র কোহলি বাদে এদিন বলার মতো রান পাননি কোনও ভারতীয় ব্যাটসম্যানই ৷ রাহানে (১৫), পাণ্ডিয়া (২২) এবং কার্তিক (০) প্রত্যেকেই চূড়ান্ত ব্যর্থ ৷ ৭৪ রান দিয়ে চার উইকেট নেন কারান ৷
advertisement
advertisement
এদিকে এই মুহূর্তে ইংল্যান্ডকে বড় ধাক্কা দিতে এক কুম্ভের মতো লড়াই করছেন হার্দিক পান্ডিয়া৷ মহম্মদ শামি ও নেমেই প্যাভিলিয়নে ফিরে গেছেন৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs England: কোহলি ফিরতেই বিলেতে ধরাশায়ী বিরাট-ব্রিগেড
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement