'ছেলেটা দেশের জন্য প্রাণ দিয়েছে, আমি গর্বিত,' কান্না মেশা দৃঢ় গলায় বললেন সন্তোষের মা

Last Updated:

বৃহস্পতিবার তেলঙ্গানার সূর্যপেটে তাঁর রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে৷ ছেলের মৃত্যুতে স্বাভাবিক ভাবেই চোখে জল মায়ের৷ তবু দৃঢ় গলায় বললেন, 'ছেলের জন্য আমি গর্বিত৷ ও দেশের জন্য প্রাণ দিয়েছে৷'

#সূর্যপেট: লাদাখ সীমান্তে চিন সেনার অতর্কিত হামলায় শহিদ হয়েছেন ১৬ বিহার রেজিমেন্টের কম্যান্ডিং অফিসার কর্নেল সন্তোষ বাবু৷ বৃহস্পতিবার তেলঙ্গানার সূর্যপেটে তাঁর রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে৷ ছেলের মৃত্যুতে স্বাভাবিক ভাবেই চোখে জল মায়ের৷ তবু দৃঢ় গলায় বললেন, 'ছেলের জন্য আমি গর্বিত৷ ও দেশের জন্য প্রাণ দিয়েছে৷'
বৃদ্ধ মায়ের কথায়, 'একজন মা হিসেবে আমি খুবই শোকাহত ঠিকই, কিন্তু গর্বিতও৷ কারণ আমার ছেলে দেশের জন্য প্রাণ দিয়েছে৷ আমার পুত্রবধূ গতকাল রাতে জেনেছে৷ আজ দুপুরে আমায় বলল৷'
সন্তোষ বাবুর মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন তেলঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সুন্দররাজন৷ লিখেছেন, 'শহিদ কর্নেল সন্তোষ বাবুকে শ্রদ্ধা জানাই৷ গালওয়ান ভ্যালিতে দেশের জন্য নিজেকে উত্‍সর্গ করলেন ওই বীর অফিসার৷ গালওয়ান ভ্যালিতে সব শহিদ জওয়ানদের পরিবারকে আমার সমবেদনা৷ ওঁদের আত্মার শান্তি কামনা করি৷'
advertisement
advertisement
সেই গত ৫ মে থেকে শুরু হওয়া উত্তপ্ত পরিস্থিতি মঙ্গলবার রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নিয়েছে৷ লাদাখ সীমান্তে চিন সেনার সঙ্গে সংঘর্ষে শহিদ হয়েছেন ভারতের ২০ জন জওয়ান৷ প্রকৃত নিয়ন্ত্রণরেখায় গত ৪৫ বছরের ইতিহাসে এটাই প্রথম মৃত্যুর ঘটনা৷ ভারতীয় সেনা বাহিনী জানিয়েছে, ভারত-চিন দুপক্ষেরই সেনার মৃত্যু হয়েছে৷ যদিও বেজিং-এর তরফে মৃত্যুর বিষয়ে কিছু নিশ্চিত করা হয়নি৷ সোমবার রাতে লাদাখ সীমান্তে গালওয়ান ভ্যালিতে দুপক্ষের সংঘর্ষ হয়৷ মঙ্গলবার সকালে গালওয়ান ঘাঁটির পয়েন্ট ১৪-এ ভারত ও চিন সেনার মধ্যে সংঘর্ষের খবর আসে ৷
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
'ছেলেটা দেশের জন্য প্রাণ দিয়েছে, আমি গর্বিত,' কান্না মেশা দৃঢ় গলায় বললেন সন্তোষের মা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement