নিজের ট্যুইটার অ্যাকাউন্টে তাঁর একটি সাক্ষাৎকারের ভিডিও-তে রাহুল দাবি করেছেন, চিনা অনুপ্রবেশের ঘটনা যাঁরা লুকনোর চেষ্টা করছেন, তাঁরাই আসলে দেশদ্রোহী৷ বরং যাঁরা দেশকে ভালবাসেন, তাঁরাই সত্যি কথাটা সামনে আনার চেষ্টা করছেন৷
ক্ষুব্ধ রাহুল বলেছেন, 'এটা একদম স্পষ্ট যে চিনারা আমাদের এলাকায় অনুপ্রবেশ করেছে৷ একটা দেশ আমাদের জমি দখল করে রয়েছে৷ এটা আমি মেনে নিতে পারছি না, ভাবলেই রক্ত গরম হয়ে যাচ্ছে৷ রাজনৈতিক উদ্দেশ্যে কেউ চাইতেই পারেন যে আমি চুপ করে থাকি আর আমার মানুষকে মিথ্যে কথা বলি৷'
The Chinese have occupied Indian land.
Hiding the truth and allowing them to take it is anti-national. Bringing it to people’s attention is patriotic. pic.twitter.com/H37UZaFk1x — Rahul Gandhi (@RahulGandhi) July 27, 2020
রাহুল দাবি করেছেন, তিনি উপগ্রহ চিত্র দেখে, প্রাক্তন সেনাকর্মীদের সঙ্গে কথা বলেই এমন দাবি করছেন৷ রাহুলের কথায়, 'কোনও অবস্থাতেই আমি মিথ্যে কথা বলতে পারব না৷ তাতে যদি আমার রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে যায়, যাক৷ যাঁরা বলছেন যে চিনারা ভারতে অনুপ্রবেশ করেনি, তাঁদের আমি দেশভক্ত বলে মনে করি না৷'