'চিনারা অনুপ্রবেশ করেছে', রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হলেও দাবি থেকে সরবেন না রাহুল

Last Updated:

রাহুল দাবি করেছেন, তিনি উপগ্রহ চিত্র দেখে, প্রাক্তন সেনাকর্মীদের সঙ্গে কথা বলেই এমন দাবি করছেন৷

#নয়াদিল্লি: চিনা সেনাবাহিনী লাদাখে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের পর তা দখল করে রেখেছে৷ বার বার এই দাবিই করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ যদিও কেন্দ্রীয় সরকার তা অস্বীকার করেছে৷ কিন্তু নিজের দাবিতে অনড় থেকে রাহুল দাবি করলেন, তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেলেও নিজের অবস্থান থেকে সরে আসবেন না তিনি৷
নিজের ট্যুইটার অ্যাকাউন্টে তাঁর একটি সাক্ষাৎকারের ভিডিও-তে রাহুল দাবি করেছেন, চিনা অনুপ্রবেশের ঘটনা যাঁরা লুকনোর চেষ্টা করছেন, তাঁরাই আসলে দেশদ্রোহী৷ বরং যাঁরা দেশকে ভালবাসেন, তাঁরাই সত্যি কথাটা সামনে আনার চেষ্টা করছেন৷
ক্ষুব্ধ রাহুল বলেছেন, 'এটা একদম স্পষ্ট যে চিনারা আমাদের এলাকায় অনুপ্রবেশ করেছে৷ একটা দেশ আমাদের জমি দখল করে রয়েছে৷ এটা আমি মেনে নিতে পারছি না, ভাবলেই রক্ত গরম হয়ে যাচ্ছে৷ রাজনৈতিক উদ্দেশ্যে কেউ চাইতেই পারেন যে আমি চুপ করে থাকি আর আমার মানুষকে মিথ্যে কথা বলি৷'
advertisement
advertisement
রাহুল দাবি করেছেন, তিনি উপগ্রহ চিত্র দেখে, প্রাক্তন সেনাকর্মীদের সঙ্গে কথা বলেই এমন দাবি করছেন৷ রাহুলের কথায়, 'কোনও অবস্থাতেই আমি মিথ্যে কথা বলতে পারব না৷ তাতে যদি আমার রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে যায়, যাক৷ যাঁরা বলছেন যে চিনারা ভারতে অনুপ্রবেশ করেনি, তাঁদের আমি দেশভক্ত বলে মনে করি না৷'
view comments
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
'চিনারা অনুপ্রবেশ করেছে', রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হলেও দাবি থেকে সরবেন না রাহুল
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement