#নয়াদিল্লি: সীমান্তে উত্তেজনা কমাতে ফের একদফা আলোচনা শুরু করল ভারত এবং চিনের সেনাবাহিনী৷ এ দিনই ভারত এবং চিনের সেনার মধ্যে কর্পস কম্যান্ডার স্তরে বৈঠক শুরু হয়েছে৷ সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ওপারে চিনের দিকে মোলডো-তে এই বৈঠক হচ্ছে৷
গত ৬ জুনও দুই বাহিনীর কর্পস কম্যান্ডারের মধ্যে বৈঠক হয়েছিল৷ সেখানে নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিক এলাকা থেকে বাহিনী সরানোর বিষয়ে ঐক্যমতে পৌঁছেছিল দু' পক্ষই৷ সেই বৈঠকে ভারতের তরফে দাবি করা হয়, ৪ মে-র আগে নিয়ন্ত্রণরেখা বরাবর দুই দেশের সেনার যে অবস্থান ছিল, তাতেই ফিরে যেতে হবে চিনকেও৷
যদিও ভারতের এই প্রস্তাবে কোনও সাড়া দেয়নি চিন৷ এমনকী, নিজেদের সেনা ঘাঁটি থেকে যে ১০ হাজার সেনাকে তাঁরা প্রকৃত নিয়ন্ত্ররেখার কাছাকাছি এনে রেখেছিল, তাঁদেরকেও সরায়নি৷
চিনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাকেও ব্যতিক্রমী পরিস্থিতিতে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে৷ এ দিনের বৈঠকে সেকথাও চিনা বাহিনীকে জানিয়ে দেওয়া হবে৷
একই সঙ্গে গত ৬ জুনের বৈঠকে গালওয়ান উপত্যকা-সহ অন্যান্য জায়গা থেকে বাহিনী প্রত্যাহার করে উত্তেজনা কমানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়, তাও মেনে চলার জন্য চিনকে অনুরোধ করা হবে৷ ভারতীয় ভূখণ্ডের কাছেই নিয়ন্ত্রণরেখা সংলগ্ন ঘাঁটিগুলিতে চিনের বায়ুসেনার পক্ষ থেকে বোমারু বিমান এনে রাখা সহ যে পরিকাঠামো তৈরি করা হচ্ছে, তা নিয়েও এ দিনের বৈঠকে ভারতের তরফে আপত্তি জানানো হবে৷
সীমান্তে উত্তেজনা কমাতে গত প্রায় একমাস ধরে চিন এবং ভারতীয় সেনাবাহিনীর মধ্যে আলোচনা চলছে৷ এরই মধ্যে গত ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ানে চিনা সেনার সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ ২০ জন ভারতীয় জওয়ান প্রাণ হারান৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: India China, India-China Tension, Lac, Ladakh