এবার ওয়েব সিরিজে হুমা কুরেশি
Last Updated:
#মুম্বই: হুমা কুরেশি এবার যোগ দিলেন নতুন ডিজিটাল বিপ্লবে। নানা তিনি সরকারি কোনও কর্মকাণ্ডে জড়াননি তিনি ৷ এবার ওয়েব সিরিজে অভিন করতে চলেছেন এই বলি তারকা ৷
রজনীকান্তের সর্বসাম্প্রতিক ছবি 'কালা'তে তাঁর অভিনয় খুব একটা প্রশংসিত হয়নি, তাই বোধহয় ওয়েব সিরিজের দিকে ঝুঁকছেন এই অভিনেত্রী। 'ডিজিটাল ফ্রন্টে একটা বড় কিছু ঘটতে চলেছে' মন্তব্য করে গণমাধ্যমের সাথে একটি সাক্ষাৎকারে হুমা বলেন, ইতিমধ্যে একটি ওয়েব সিরিজে স্বাক্ষর করেছেন তিনি।
একটি নির্ভরযোগ্য সূত্র জানা গিয়েছে, একটি সিরিজে অভিনয় শুরু করেছেন হুমা। সিরিজটির নাম 'ফ্লেশ'। 'ব্রেক কি বাদ' পরিচালক দানিশ আসলাম এটি পরিচালনা করছেন।
advertisement
advertisement
এর আগে দানিশ 'ইটস নট দ্যাট সিম্পল' শিরোনামে একটি ডিজিটাল প্রজেক্ট পরিচালনা করেন। যাতে অভিনয় করেন 'বীর ডি ওয়েডিং'-খ্যাত স্বরা ভাস্কর।
view commentsLocation :
First Published :
June 19, 2018 1:09 PM IST