ছিন্নভিন্ন হয়ে গেল শরীর, সাঁতরাগাছিতে ভয়াবহ দুর্ঘটনা

Last Updated:

মর্মান্তিক দুর্ঘটনা সাঁতরাগাছি রেল ইয়ার্ডে। কাজ করার সময়ে আচমকা পিছলে পড়ে যান এক কর্মী। তাঁর শরীরের উপর দিয়েই চলে যায় ট্রেনের চাকা।

#সাঁতরাগাছি: মর্মান্তিক দুর্ঘটনা সাঁতরাগাছি রেল ইয়ার্ডে। কাজ করার সময়ে আচমকা পিছলে পড়ে যান এক কর্মী। তাঁর শরীরের উপর দিয়েই চলে যায় ট্রেনের চাকা। গুরুতর আহত অবস্থায় ওই কর্মীকে সাঁতরাগাছির রেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
কর্মীদের দাবি, দুর্ঘটনার সময়ে যে স্টেশনে কাজ করতে হচ্ছিল, সেটা কার্যত বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরে পরিষ্কার ছিল না। শ্যাওলা জমে ছিল। তখনই এক কর্মী আচমকা পা পিছলে পড়ে যান। সেই সময়ে রেলের চাকায় ছিন্নভিন্ন হয়ে যায় শরীর। পরে ওই বাকি কর্মীরা মিলে ওই জখম ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
advertisement
advertisement
মৃত্যুর খবর পাওয়ার পরেই ক্ষোভে ফেঁটে পড়েন কর্মীরা। তাঁদের দাবি,  যেখানে কাজ করতে হয়েছিল, সেখানে একদমই পরিষ্কার ছিল না। ট্রেন চালকও কেন ট্রেনটিকে সঠিক সময়ে দাঁড় করাননি, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। কর্মীদের অভিযোগ, যে অবস্থায় কাজ করতে হয়েছে, আরও বড় দুর্ঘটনার সম্ভাবনা থাকত। এদিন ওই কর্মীর মৃত্যুতে কার্যত শোকের ছায়া নেমে এসেছে বাকি সহকর্মীদের মুখে।
advertisement
কর্মীদের দাবি, ওই স্টেশনটি দীর্ঘদিন ধরেই এমন অপরিষ্কার অবস্থায় পড়ে রয়েছে। তার মধ্যেই এদিন কাজ করতে হয়েছিল। সেই সময়ে ওই কর্মী আচমকা লাইনে পড়ে যান। তাঁর শরীরের উপর দিয়েই চলে যায় ট্রেনের চাকা। তখনই গুরুতর জখম হয়ে যান তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
বাংলা খবর/ খবর/হাওড়া/
ছিন্নভিন্ন হয়ে গেল শরীর, সাঁতরাগাছিতে ভয়াবহ দুর্ঘটনা
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement