Howrah news- হার্টে ফুটো দু মাসের আবিয়ানের, পরিবারের হাতে শিশুসাথী কার্ড তুলে দিলেন সমবায়মন্ত্রী

Last Updated:

আবিয়ানের এই অবস্থা মঙ্গলবার শোনার পর ওই পরিবারের পাশে দাঁড়ান রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় ।

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
#হাওড়া- মাত্র দু মাস বয়স আবিয়ান রাজার। জন্মের সময় থেকেই হার্টের একটি বিরল সমস্যা দেখা দেয় তার মধ্যে।  নানান টেস্টের পর একটি ফুটো ধরা পড়ে তার হার্টে (Hole in Heart)। মাত্র দু মাসের আবিয়ানের মধ্যে এই বিরল সমস্যা শোনার পর, স্বাভাবিকভাবেই ভেঙে পড়ে হাওড়া পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের ফজির বাজার এলাকায় বসবাসকারী আবিয়ানের পরিবার (Howrah news)। আশেপাশের বেসরকারী হাসপাতালগুলিতে এই অপারেশনের খরচ শোনার পর কীভাবে অত টাকা জোগাড় করবেন, সেই নিয়ে দুশ্চিন্তায় রাতের ঘুম উড়ে যায় আবিয়ানের বাবা - মায়ের ।
মঙ্গলবার আবিয়ানের এই অবস্থা শোনার পর ওই পরিবারের পাশে দাঁড়ান রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় (Minister Arup Roy)। যুদ্ধকালীন পরিস্থিতিতে ওই শিশুর শিশুসাথী কার্ড বানিয়ে আজ তা ওই শিশুর পরিবারের হাতে তুলে দেন সমবায় মন্ত্রী। পাশাপাশি শিশুটির অতি দ্রুত আরোগ্য কামনাও করেন তিনি।
এই বিষয়ে মন্ত্রী অরূপ রায় জানান, " মাত্র দু মাসের একটি শিশুর এইরকম অবস্থা সত্যিই বেদনাদায়ক। মুখ্যমন্ত্রীর আনা এই শিশুসাথী প্রকল্পের (Shishusathi Prokolpo) কারণে এই কার্ডের মাধ্যমে ওই শিশুটির সম্পূর্ণ চিকিৎসা বিনা খরচায় করা হবে। কলকাতার পিজি হাসপাতালে অতি দ্রুত শুরু হবে শিশুটির চিকিৎসা পরিষেবা।" একই সঙ্গে ওই পরিবারটির পাশে সবরকমভাবে থাকার আশ্বাসও দেন তিনি ।
advertisement
advertisement
মন্ত্রীর হাত থেকে শিশুসাথী কার্ড পেয়ে খুশি ওই শিশুর মা আফসানা পারভিন । শিশুর চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য তিনি অসংখ্য ধন্যবাদ জানান রাজ্যের সমবায় মন্ত্রীকে ।
Santanu Chakraborty
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah news- হার্টে ফুটো দু মাসের আবিয়ানের, পরিবারের হাতে শিশুসাথী কার্ড তুলে দিলেন সমবায়মন্ত্রী
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement