Howrah News: ১০ বছরের সমস্যার সমাধানে বাঁশ দিয়ে এলাকা বন্ধ করল লিলুয়ার মানুষ!
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
এলাকায় জল সরাতে রাস্তায় আটকাল স্থানীয় মানুষ! প্রায় দু'ঘণ্টা বাঁশের ব্যারিকেড দিয়ে আটকে রাখা হল লিলুয়ার রাস্তা।
হাওড়া: এলাকায় জল সরাতে রাস্তায় আটকাল স্থানীয় মানুষ! প্রায় দু’ঘণ্টা বাঁশের ব্যারিকেড দিয়ে আটকে রাখা হল রাস্তা। দীর্ঘ অপেক্ষার পর বর্ষা দেখা দিয়েছে। গরম থেকে স্বস্তি মিললেও হাওড়া জেলার শহর অঞ্চলে বর্ষা শুরুতেই দেখা দিয়েছে জমা জলের সমস্যা। এবার এলাকার জমার জলমুক্ত ঘটাতে পথ অবরোধে মানুষ। ঘটনাটি ঘটেছে হাওড়ার অন্তর্গত লিলুয়া মিরপাড়ায়। বিগত প্রায় ১০ বছর জমা সমস্যায় মানুষ। সমস্যার সমাধানে একাধিকবার প্রাক্তন কাউন্সিলর ও বিধায়কের দ্বারস্থ হলেও মেলেনি সুরাহা এমনটাইঅভিযোগ স্থানীয় মানুষের।
আরও পড়ুন: এক চিলতে ভাড়ার ঘরে সোনার আলো! আন্তর্জাতিক যোগাসনে তিনটে সোনা হাওড়ার সুস্মিতার
এই সমস্যা ৩০ এবং ৩৪ নম্বর ওয়ার্ড। অভিযোগ বর্ষার সময় এই এলাকায় দিনের পর দিন এলাকার জলমগ্ন হয়ে থাকে। নর্দমা এবং রাস্তা জলে সমান হয়ে রয়েছে। শিশুদের নিয়ে চিন্তায় স্থানীয় মানুষ। বার বার জানান হলেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে এদিন বাধ্য হয়ে পুরুষ মহিলা শতাধিক মানুষ রাস্তায় নামেন। বাঁশের ব্যারিকেড তৈরি করে লিলুয়া মিরপাড়া এনএস রোড সংযোগস্থলে অবরোধ করে মানুষ। এরফলে বৃহস্পতিবার সকালে তীব্র যানজট তৈরি হয়। প্রায় দীর্ঘ দু’ঘন্টা অবরোধের পর লিলুয়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। শেষমেষ পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা। যদিও সমস্যার সমাধান না ঘটলে। আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় মানুষ।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
রাকেশ মাইতি
Location :
Kolkata,West Bengal
First Published :
July 04, 2024 5:09 PM IST