Howrah News: লকডাউনই বদলে দিয়েছে জীবন, অফিসকর্মী থেকে তিনি আজ বড় শিল্পী...
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
সে সময় সামান্য কাদামাটি ভেঙে গড়ে মাটির প্রতিমা তৈরির শিক্ষা। পরে কুমোরটুলি থেকে ছয় মাসের প্রশিক্ষণ।
হাওড়া: লকডাউনের কয়েক মাসই মোড় ঘুরিয়ে দিয়েছে জয়ন্ত’র জীবনে। একজন ব্যাঙ্ককর্মী থেকে বিখ্যাত মৃৎশিল্পী হয়ে ওঠার গল্প যেন সিনেমাকেও হার মানাবে। তিন বছর আগে করোনা পরিস্থিতিতে একটা ভিন্ন অভিজ্ঞতা হয়েছে সকলের। তেমনই গৃহবন্দি থেকে মাটির প্রতিমা গড়ার কাজ রপ্ত করেছে হাওড়ার জয়ন্ত হাজরা। সেই কাজের সুবাদে এখন অসংখ্য প্রতিমা তৈরির বরাত মিলছে তাঁর। এই সমস্ত প্রতিমা তৈরিতে এখন দারুণ ব্যস্ততা। মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভের কাজ সামলে অবসরে প্রতিদিন নিয়ম করে প্রতিমা গড়ার কাজে হাত লাগায় জয়ন্ত।
ইতিমধ্যেই জয়ন্তের হাতে তৈরি প্রতিমা ভিন শহর শিলিগুড়ি এবং দেশের বাইরে এমনকী আমেরিকা ও লন্ডনেও পৌঁছে গিয়েছে। এবার প্রায় ১৫-১৬টি দুর্গা প্রতিমা তৈরি এবং কালী প্রতিমা ৬টি এবং জগদ্ধাত্রীর বরাত ৭ টি। সব মিলিয়ে প্রায় সারা বছর কাজে চাপ থাকে। এই কালীপুজোতে ১০ ইঞ্চি থেকে এক ফুটের ঠাকুর তৈরি হচ্ছে জয়ন্তর হাতে। তবে এর থেকেও সৌখিন বা ছোট ঠাকুর তৈরি হয়। এবার বাড়ির কালীপুজোর প্রতিমা নিজে হাতেই গড়ছেন শিল্পী জয়ন্ত হাজরা।
advertisement
এ প্রসঙ্গে শিল্পী জানান, লকডাউন তাঁর জীবনে আশীর্বাদের মতো। সে সময় সামান্য কাদামাটি ভেঙে গড়ে মাটির প্রতিমা তৈরির শিক্ষা। পরে কুমোরটুলি থেকে ছয় মাসের প্রশিক্ষণ। এতেই ক্ষুদ্র প্রতিমা তৈরিতে দক্ষ হয়ে ওঠা। শুরুতে এক একটি প্রতিমা তৈরি করতে ঘণ্টার পর ঘণ্টা সময় কেটে যেত। কিন্তু বর্তমানে এক থেকে দেড় ঘণ্টা সময়ে তৈরি করা সম্ভব। ক্ষুদ্র এই সমস্ত প্রতিমা, চাহিদাও রয়েছে বেশ। সেই দিক থেকে এই প্রতিমা তৈরিতে উজ্জ্বল ভবিষ্যৎ বলেই মনে করছেন শিল্পী জয়ন্ত হাজরা। তাই তিনি সবকিছুর পাশাপাশি প্রতিমা তৈরিতে নিজেকে যুক্ত রেখেছেন।
advertisement
advertisement
রাকেশ মাইতি
Location :
Kolkata,West Bengal
First Published :
November 04, 2023 12:28 PM IST