CCTV Footage: সিসিটিভি ফুটেজে বন্দি নৃশংস হত্যাকাণ্ড! ঝগড়া, হাতাহাতি থেকে এলোপাথাড়ি ছুরির কোপ! পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে নিহত ট্রাকচালক!

Last Updated:

CCTV Footage:পুলিশফাঁড়ির সামনেই মাত্র কয়েক ফুট দূরত্বে হয় এই রোমহর্ষক ঘটনা। এক চালকের ছুরির কোপে অন্য চালক মৃত।

+
চালককে

চালককে কুপিয়ে খুন ঘটনা সিসি ক্যামেরা দৃশ্য

রাকেশ মাইতি, হাওড়া: হাতাহাতি থেকে ছুরিকাঘাতে কুপিয়ে খুন ড্রাইভারকে। সিসিটিভিতে ক্যামেরাবন্দি হল হাড়হিম করা সেই দৃশ্য। এই ঘটনা ধূলাগড় ট্রাক টার্মিনাস অর্থাৎ পাইকারি সবজি বাজারে! পুলিশফাঁড়ির সামনেই মাত্র কয়েক ফুট দূরত্বে হয় এই রোমহর্ষক ঘটনা। এক চালকের ছুরির কোপে অন্য চালক মৃত। ক্যামেরার ফুটেজে দেখা যায়, বচসা থেকে গড়ায় হাতাহাতি। তার পরই আচমকা ছুরি হাতে অন্য এক চালকের উপর ঝাঁপিয়ে পড়ল আর এক চালক। সম্পূর্ণ ঘটনা সিসি ক্যামেরায় বন্দি হয়।
হাওড়ার ১৬ নম্বর জাতীয় সড়কের সংলগ্ন ধূলাগড় ট্রাক টার্মিনাসে মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে পণ্যবাহী ট্রাক এই মার্কেটে আসে। তাদের মধ্যে চার-পাঁচ জন দক্ষিণ ভারত থেকে আসা চালকের মধ্যে কোনও একটি কারণে বচসা হয়। সেই বচসা পৌঁছয় রক্তাক্ত ঘটনায়। জানা যায়, অভিযুক্ত এবং মৃত ব্যক্তি উভয়েই দক্ষিণ ভারতের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম রবি কুমার।
advertisement
আরও পড়ুন : গঙ্গা পারাপারে এ বার স্মার্ট ফেরি! অত্যাধুনিক সুযোগ সুবিধের ডালি! ত্রিবেণী-হলদিয়া প্রথম দফার কাজ প্রায় সম্পূর্ণ!
সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে প্রথমে কথা কাটাকাটি। তার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতি শুরু হয়। এরপরই আচমকা ছুরির কোপ । সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে একাধিক বার ধর ও গলার মাঝের অংশে এলোপাথাড়ি কোপ পড়ে। মুহূর্তেই রক্তে ভেসে যায় সেই স্থান। ঘটনাস্থলে সাঁকরাইল থানার পুলিশ পৌঁছয়। রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে গাববেরিয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। কী কারণে এই ছুরির কোপে খুন করা হল, এ বিষয়ে তদন্তে সাঁকরাইল থানার পুলিশ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
CCTV Footage: সিসিটিভি ফুটেজে বন্দি নৃশংস হত্যাকাণ্ড! ঝগড়া, হাতাহাতি থেকে এলোপাথাড়ি ছুরির কোপ! পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে নিহত ট্রাকচালক!
Next Article
advertisement
Saudi Arabia Bus Accident: মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, সৌদি আরবে মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ অনেকে
মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ বহু
  • সৌদি আরবের মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • অন্তত ৪২ জন ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা৷

  • মক্কা থেকে মদিনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীরা৷

VIEW MORE
advertisement
advertisement