Howrah News: হিমালয়ের পাদদেশে থাকা ঝুঁটি বিহীন সজারু উদ্ধার হাওড়ায়

Last Updated:

আহত পূর্ণবয়স্ক সজারু উদ্ধার হাওড়া সাঁকরাইলে, হিমালয়ের পাদদেশে থাকা ঝুটি বিহীন সজারু (Himalayan crestless Porcupine) সেই সজারু হাওড়ার পাঁচলার গঙ্গাধরপুর দেউলপুর জুজারসাহায় ও সাঁকরাইলে দেখা মেলে।

+
title=

#হাওড়া : আহত পূর্ণবয়স্ক সজারু উদ্ধার হাওড়া সাঁকরাইলে, হিমালয়ের পাদদেশে থাকা ঝুটি বিহীন সজারু (Himalayan crestless Porcupine) সেই সজারু হাওড়ার পাঁচলার গঙ্গাধরপুর দেউলপুর জুজারসাহায় ও সাঁকরাইলে দেখা মেলে। মঙ্গলবার ভোররাতে একটি আহত পূর্ণবয়স্ক সজারু ধূলাগড় পশ্চিম পাড়ায় এলাকার মানুষের নজরে আসে রাস্তার পার্শ্ববর্তীতে ড্রেনে পড়ে রয়েছে। স্থানীয় এক ব্যক্তি আহত প্রাণীটিকে তুলে নিরাপদ স্থানে রেখে, খবর দেন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য শুভঙ্কর কোলে ও শুভ মাইতিকে খবর দেয়।
সেই খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পৌঁছে যায় শুভঙ্কর, আহত প্রাণীটিকে উদ্ধার করে দেউলপুরে নিয়ে আসে। পড়ে বন দফতরে খবর দেয়। সজারুটির পিছনের পা সহ পিছনের অংশ গভীর ক্ষত, অনুমান ৪-৬ দিন আগে সেই স্থানের চোট লেগেছিল, সেখানে ক্ষত সৃষ্টি হয়েছে, তার জেরেই যখম প্রাণীটি। বন বিভাগের কর্মীরা এসে প্রাণীটিকে উদ্ধার করে। ফরেস্ট গার্ড মলয় বাবু জানান, আহত এই হিমালায়ান ক্রেস্টলেস সজারু পাঁচলা সহ আশপাশের এই এলাকা জুড়েই দেখা যায়। যেটিকে উদ্ধার করা হয়েছে, মনে করা হচ্ছে সেটি কোন যানবাহনের ধাক্কায় আহত।
advertisement
advertisement
একে প্রথমে নিয়ে যাওয়া হবে গড়চুমুক প্রাণী উদ্যানে সেখানেই চিকিৎসা চলবে। এ প্রসঙ্গে, পরিবেশপ্রেমী শুভজিৎ মাইতি জানান, প্রাণীটি পূর্ণবয়স্ক ওজন প্রায় ৭ থেকে ৮ কেজি হবে, এটি হিমালয়ন ক্রেস্টলেস সজারু। সাধারণত হিমালয়ের পাদদেশে এদের বসবাস, তবে কিভাবে ওই প্রাণী আমাদের এখানে অর্থাৎ সমুদ্র পৃষ্ঠে বসবাস করছে সেটাই আলোচনার বিষয়। তবে পাঁচলা সহ গ্রামীণ এলাকায় এদের বেশি দেখা মেলে।
advertisement
Rakesh Maity
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: হিমালয়ের পাদদেশে থাকা ঝুঁটি বিহীন সজারু উদ্ধার হাওড়ায়
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement