Howrah News: ব্রিজে আটকাতেই চলন্ত বাস থেকে ছিটকে পড়ল পরপর বস্তা! যা মিলল... চাঞ্চল্য হাওড়ায়!

Last Updated:

Howrah News: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কীভাবে এই ধরনের নিষিদ্ধ বাজি এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, ঘটনা ঘিরে নানা জল্পনা।

চলন্ত বাস থেকে প্রায় ২৫ টি বাজি বোঝাই বস্তা উদ্ধার
চলন্ত বাস থেকে প্রায় ২৫ টি বাজি বোঝাই বস্তা উদ্ধার
হাওড়া: চলন্ত বাস থেকে পড়ল বস্তা বোঝাই বাজি। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল হাওড়ার গরফা এলাকায়। সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় কলকাতা থেকে পাটনার উদ্দেশ্যে যাচ্ছিল একটি দুরপাল্লার বাস। সেই বাসের মাথায় ছিল বস্তা। বাসটি কোণা এক্সপ্রেসওয়ের গরফা মোড়ের কাছে আসতেই বিপত্তি।
গরফা ব্রিজ পেরোনার সময় হঠাৎই ব্রিজে বাসের উপরে থাকা বস্তা আটকায়। তখনই রোডের উপর পড়ে বাজি বোঝাই বস্তা। মূলত বেশি উচ্চতার কারণে ব্রিজে আটকে যায় বাসের উপর রাখা জিনিস। তাতেই রাস্তার উপর পড়ে যায় বাজি বোঝাই বস্তা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
advertisement
সূত্রের খবর, তার পর বাসটিতে তল্লাশি শুরু করেন পুলিশ আধিকারিকরা। উদ্ধার হয় একের পর এক বাজি বোঝাই বস্তা। তবে বাজি বোঝাই বস্তাগুলো কোথা থেকে কার মাধ্যমে কোথায় যাচ্ছিল, সে-বিষয়ে এখনও সঠিক তথ্য পাওয়া যায়নি।
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন ৯ জন। তারপরই বেআইনি বাজি রুখতে নির্দেশ দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কীভাবে এই ধরনের নিষিদ্ধ বাজি এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, ঘটনা ঘিরে নানা জল্পনা।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: ব্রিজে আটকাতেই চলন্ত বাস থেকে ছিটকে পড়ল পরপর বস্তা! যা মিলল... চাঞ্চল্য হাওড়ায়!
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement