পুরনো-ছেঁড়া নোট বদলাবেন কী করে, জেনে নিন উপায়

Last Updated:

পুরনো ও ছেঁড়া নোট নিয়ে জেরবার ৷ কী করবেন, কীভাবে বদলাবেন, না নিজের কাছেই রেখে দেবেন এই নিয়ে দিনরাত ভেবে চলেছেন ৷

#নয়াদিল্লি :  পুরনো ও ছেঁড়া নোট নিয়ে জেরবার ৷ কী করবেন, কীভাবে বদলাবেন, না নিজের কাছেই রেখে দেবেন এই নিয়ে দিনরাত ভেবে চলেছেন ৷ ভাবছেন পুরো নোটটাই গচ্চা গেল ৷ এরকম ভেঙে পড়ার কোনও কারণ নেই ৷ রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম রয়েছ যাতে সহজেই  বদলে নেওয়া যেতে পারে এই প্রায় খারাপ নোট ৷
ময়লা নোট বদল
-------------------------
যদি আপনার কাছে অল্প সংখ্যায় ময়লা নোট থাকে তাহলে আপনি নিজে ব্যাঙ্কে যেতে পারেন ৷ ২০ টি অবধি নোট এবং সর্বাধিক ৫০০০ টাকার নোট আপনি বিনামূল্যে বদলে নিতে পারেন ৷
advertisement
কিন্তু যদি আপনার কাছে প্রচুর ময়লা নোট থাকে তাহলে আপনাকে একটু কাঠখড় পোয়াতে হবে ৷ যদি আপনার কাছে ৫০০০ টাকা বা ২০ টি-র বেশি নোট থাকে তাহলে রসিদের বিনিময়ে সেটা জমা দিতে হবে ৷ পরে তার ভ্যালু ক্রেডিট করে দেওয়া হবে ৷ আসলে রিজার্ভ ব্যাঙ্ক খতিয়ে দেখে তার ওপর চার্জও নিতে পারে ৷ যদি ৫০ হাজার টাকা জমা হয় সেক্ষেত্রে ব্যাঙ্ক পুরো বিষয়টিতে সুরক্ষা পদক্ষেপ নিয়ে তবেই নতুন নোট দেবে ৷
advertisement
শব্দ -স্লোগান লেখা নোট
-----------------------------
যদি কোনও নোটের ওপর রাজনৈতিক স্লোগান লেখা থাকে তাহলে আপনার নোট বাতিলও হতে পারে ৷ রিজার্ভ ব্যাঙ্কের ৬(৩)(iii) ধারা অনুযায়ি নোট বদলের যে নিয়ম তাতে এই রকম লেখা নোট আর ব্যবহারযোগ্য নয় ৷ যে নোটের কোনও কিছু বোঝা যাচ্ছে না এইরকম অবস্থা সেই নোটেরও বদলি হয় না  ৬(৩)(ii) ধারা অনুযায়ি ৷  রিজার্ভ ব্যাঙ্কের ২০০৯ সালে প্রবর্তিত নিয়ম অনুযায়ি এই ধারা গুলি রয়েছে ৷
advertisement
ইচ্ছাকৃতভাবে কাটা নোট
---------------------------------
যদি কোনো নোট ইচ্ছাকৃতভাবে ছেঁড়া, ফাটা বা সংখ্যা বদল করা হয়ে থাকে তাহলে তা আর বদল করা যাবে না ৷ ২০০৯ সালে প্রবর্তিত নিয়ম অনুযায়ি৬(৩)(ii) ধারায় এই নোট বদল সম্ভব নয় ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
পুরনো-ছেঁড়া নোট বদলাবেন কী করে, জেনে নিন উপায়
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement